‘ও দিদিভাই জবাব দিন!” পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার কোটি নিয়ে কবিতার মাধ্যমে মমতাকে তোপ রুদ্রনীলের

বাংলাহান্ট ডেস্ক: এসএসসি টেট দুর্নীতি কাণ্ডে ইডির জেরার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chatterjee)। চাকরি কেনাবেচার মামলার তদন্তে শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‍্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হতেই চক্ষু চড়কগাছ রাজ‍্যবাসীর। এদিকে নাম না করে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee) কাছে জবাবদিহি করলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

মডেল অর্পিতা মুখোপাধ‍্যায়ের ফ্ল‍্যাটে ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা। মোট পরিমাণ ২০ কোটি। টিভি, সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল টাকার গদির ছবি দেখে যখন শোরগোল পড়েছে বিভিন্ন মহলে, তখনি রুদ্রনীল কটাক্ষ করেছিলেন, ‘দুয়ারে গর্ত’।

Rudranil 3
এবার একটি ভিডিও বার্তায় একের পর এক তীর ছুঁড়লেন বিজেপির তারকা সদস‍্য। ২১ জুলাইয়ের মঞ্চে মুড়ি বেচে ২২ জুলাই অর্পিতার ফ্ল‍্যাটে ২০ কোটি! রুদ্রনীলের প্রশ্ন, মুড়ি বেচার টাকা নাকি চাকরি চুরির? নিজের সিগনেচার প‍্যারোডির ঢঙে তাঁর কটাক্ষ, তৃণমূলের দূর্গাপুজোয় এই অর্পিতারাই মুখ। নেতাদের ‘ঘনিষ্ঠ’ হলেই পাবে অপার সুখ।

ঘাসফুল শিবিরকে উদ্দেশ‍্য করে একের পর এক জ্বলন্ত কটাক্ষ ছুঁড়েছেন রুদ্রনীল, টাকা দিলেই চাকরি, টাকা দিলে তবেই কাজ। টাকা খেয়েই বাঁচে দলটা। আর যারা যোগ‍্য তারা রাস্তায় বসে রয়েছে। সেই সঙ্গে জনসাধারণ সহ নিজেকেও দোষারোপ করেছেন রুদ্রনীল। কারণ রাজ‍্যের মানুষই এই দল, নেতামন্ত্রীকে জিতিয়ে ক্ষমতায় এনেছিলেন। আর কটা দিন গেলে হাওড়া ব্রিজের নাটবল্টুও খুলে বেচে দেবে বলে বিশ্বাস রুদ্রনীলের।

হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, এটা তো সবে শুরু। ২০ কোটি দিয়ে পতনের সূচনা হল। ১০০ কোটিতে গিয়ে দাঁড়ালেও কেউ চমকাবেন না যেন। রুদ্রনীলের দাবি, এই সরকারের পতন এবার অনিবার্য। নীল সাদা রঙ ধুয়ে যাবে, কাউন্টডাউন শুরু হচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর