কয়লা কাণ্ডে ইডির সামনে পেশ হবেন না রুজিরা, বললেন বাচ্চাদের নিয়ে দিল্লি যেতে পারব না

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডির সামনে হাজিরা দেবেন না বলে জানিয়েছে। তিনি জানিয়েছেন যে, তিনি দিল্লি যেতে পারবেন না। ইডি যদি জিজ্ঞাসাবাদ করতেই চায়, তাহলে তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করুক।

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, রুজিরা জানিয়েছেন যে, ওনার ছোটছোট সন্তান রয়েছে, তাঁদের এই করোনার সময় দিল্লিতে নিয়ে যাওয়া বড় বিপদ। আর এই কারণেই তিনি ইডির আধিকারিকদের কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন।

বলে দিই, কয়লা ব্লকের বণ্টন এবং আর্থিক তছরুপ মামলায় জড়িত থাকার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি তারিখ দেওয়া হয়েছিল।

রুজিরার আজ দিল্লিতে ইডির সামনে পেশ হওয়ার কথা ছিল। আর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৬ সেপ্টেম্বর ইডির সামনে হাজিরা দিতে হবে। রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডিকে চিঠি পাঠিয়ে না করে দিয়েছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন, সেটা এখনও জানা যায় নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর