প্রেস কনফারেন্সে করে KK ইস্যুতে অবশেষে ক্ষমা চাইলেন রূপঙ্কর, ডিলিট করলেন সেই বিতর্কিত ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সঙ্গীতশিল্পী কেকের প্রয়াণে তীব্র কটাক্ষের শিকার বাঙালির গায়ক রপঙ্কর বাগচী । ট্রোলের চাপে পড়ে ডিলিট করলেন ভিডিও। রূপঙ্কর বাগচী ফেসবুকের একটি পোস্ট করে কেকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন যাতে ক্ষুদ্ধ একাধিক মহল। কেকে এর প্রয়াণের আগেই রপঙ্করের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মূহুর্তেই। কেকে এর মৃত্যু সংবাদের পর রপঙ্করের উপর নেটিজেনদের আক্রমণ আরও তীব্র হয়।

সূত্রের খবর, ব্যক্তি আক্রমণের মাত্রা এতই বেড়ে যায় যে তাঁদেরকে উদ্দেশ্য করে খুনের হুমকিও দেন কেউ কেউ। যা নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালী চৌধুরী। তাঁরা পুলিশের কাছে অভিযোগও জানান।

এরপরেই শুক্রবার রূপঙ্কর কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। ছিলেন তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ীও। রূপঙ্কর বলেন, মুহূর্তের অসতর্কতায় তাঁকে যে এই রকম আক্রমণের মুখে পড়তে হবে তা তিনি ভাবেননি। গোটা পরিস্থিতিকে তাঁর সঙ্গীত জীবনে ‘বিভীষিকা’ বলে উল্লেখ করেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়ক।

সঙ্গীতশিল্পী আরোও বলেন, ‘আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।’ এদিন রূপঙ্কর তাঁর বিবৃতে বলেন, “কে জানত, চরম দুর্ভাগ্য কেকে-র জন্য এই ভাবে ওঁৎ পেতে রয়েছে। একজন প্রথিতযশা শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে প্রাণ হারালেন, সেটা খুব হৃদয় বিদারক।” এর পাশাপাশি, তিনি জানান, বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা থেকেই এমন মন্তব্য করেছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর