খালিস্তানের হুমকি পোস্টারের বিরুদ্ধে সরব জয়শংকর! ‘ওদের আশ্রয় দিলে খারাপ হবে’, হুঁশিয়ারি বিদেশমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : খালিস্তানিদের (Khalistani) কোনওভাবে রেয়াত করা যাবে না। ভারতের বন্ধু দেশগুলিকে এভাবেই সতর্ক করা হয়েছে নয়া দিল্লির (Delhi) পক্ষ থেকে। কানাডা (Canada), আমেরিকা (America), ব্রিটেন (Britain), অস্ট্রেলিয়ার মত ভারতের (India) বন্ধু দেশ যারা রয়েছে, তারা যাতে কোনওভাবে খালিস্তানি জঙ্গিদের জায়গা না দেয় , কিংবা তাদের বিষয়ে নরম অবস্থান না নেয়, সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ভারতের বন্ধু দেশগুলি যদি কোনওভাবে খালিস্তানি বিদ্রোহীদের জায়গা দেয়, তাহলে তার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে বলে পরিষ্কার জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

ঘটনাটি কী? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার মারাত্মক ভাইরাল হয়েছে। সেই পোস্টারে আতঙ্কবাদী হরদীপ সিং নিজ্জরকে শহিদের আখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই পোস্টে ভারতীয় রাজনীতিকদের হত্যাকারী বলেও অভিহিত করা হয়েছে। এখানেই শেষ নয়, ওটাওয়ায় ভারতীয় প্রতিনিধি সঞ্জয় কুমার বর্মা এবং টরেন্টোর ভারতীয় দূত অপূর্বা শ্রীবাস্তবকেও হুমকি দেওয়া হয়।

ভাইরাল হওয়া পোস্টটি শেয়ার করেন এক জনপ্রিয় সাংবাদিক। তিনি লেখেন এটা খুব মারাত্মক একটা বিষয়। তিনি আরও বলেন এখানে ভারতীয়দের নিশানা করা হচ্ছে৷ এছাড়া নিজ্জরকে তিনি হত্যাকারী বলেই দাবি করেন।

s jaishankar

প্রসঙ্গত, দুই অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হয় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar)। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারে শহরের গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে গুলি করে হত্যা করা হয়েছে এই খালিস্তানপন্থী নেতাকে। গুরু নানক শিখ গুরুদ্বারের সভাপতি ছিল সে।

গত বছরই তাকে ‘ওয়ান্টেড টেরোরিস্ট’ বলে ঘোষণা করেছিল ভারত সরকার। সন্ধ্যার দিকে গুরু নানক শিখ গুরুদ্বারের পার্কিং লটে, হরদীপ সিং নিজ্জর নিজের গাড়িতে বসার সঙ্গে সঙ্গে দুই বন্দুকধারী এসে কাছ থেকে গুলি করে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে। গুরুদ্বার সংলগ্ন এলাকায় তাদের পথ অবরোধ করতে দেখা গিয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর