অভিনেতা মিঠুনকে নিয়ে বলার যোগ্যতা আমার নেই: সায়নী ঘোষ

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় এখন বিতর্কের একটাই নাম ‘প্রজাপতি’। দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) আগামী ছবি মুক্তি পেয়েছে সদ্য। কিন্তু ছবিটি ঘিরে বিতর্ক যেভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে তাতে প্রভাবিত হচ্ছেন দর্শকরাও। প্রজাপতি ছবিটি নন্দনে শো না পাওয়ায় মিঠুনকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধী দলের অভিযোগ, মহাগুরুর রাজনৈতিক পরিচয়ের জন্যই সরকারি প্রেক্ষাগৃহে জায়গা পায়নি প্রজাপতি। বিতর্কের আবহে এবার নিজস্ব মতামত দিলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

মিঠুনকে ‘ফ্লপ অভিনেতা’ বলা নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছেন দেব। উত্তর পালটা উত্তরের পর্ব চলেছে নাগাড়ে। এবার মুখ খুললেন সায়নী। যুব তৃণমূল সভাপতি স্পষ্ট বলেন, অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে মন্তব্য করার দুঃসাহস তাঁর নেই।

Mithun saayoni

দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে দলের যুব সম্মেলনে যোগ দিতে এসেছিলেন সায়নী। সাংবাদিকদের মুখোমুখি হওয়ায় ওঠে প্রজাপতি প্রসঙ্গ। তিনি স্পষ্টই বলেন, দেব আর কুণাল ঘোষের মধ্যে বিরোধ হলে তাঁরাই মেটাবেন। কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র। তিনি যা বলেন ভেবেচিন্তেই বলেন।

অন্যদিকে দেবও দলের সাংসদ তথা গুরুত্বপূর্ণ সদস্য। নিজের কাজ খুব ভাল ভাবেই করেন। তবে মিঠুনের ব্যাপারে সায়নী বলেন, মিঠুনদার সঙ্গে তাঁর রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে কোনো মন্তব্য করার অভিনেত্রী সায়নী ঘোষের নেই।

কুণাল ঘোষ বলেছিলেন, তিনি শুনেছেন বেচারা দেব মুখে কিছু বলতে পারছেন না। কিন্তু মিঠুন চক্রবর্তীকে নেওয়া তাঁর একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এখানেই না থেমে তিনি আরো বলেন, মিঠুন একজন ‘ফ্লপ’ অভিনেতা। তাঁর বদলে পরাণ বন্দ‍্যোপাধ‍্যায়কে নিলে ভাল হত। মিঠুনদাকে পরাণ বন্দ‍্যোপাধ‍্যায় নাকি ১০ গোল দিয়েছেন।

পালটা দেব বলেছিলেন, সিনেমা নিয়ে সম্ভবত ওঁর বিশেষ পড়াশোনা নেই। সিনেমা তাঁর উপরেই ছেড়ে দিলে ভাল। উত্তরে কুণাল ঘোষ বলেন, সিনেমাটা তাঁর থেকে দেব বেশি ভাল বোঝেন। তবে সবাই তো সবটা বোঝেন না। সবটা বুঝলে তো সব সিনেমাই হিট করবে। সব ব‍্যাটসম‍্যান সবটা বুঝে গেলে প্রতি ম‍্যাচে সেঞ্চুরি করত। তেমনি সব সিনেমা হিট হয় না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর