কেলেঙ্কারিতে কুন্তলের সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়ার জের, সৌমিত্রকে আইনি নোটিশ সায়নীর

বাংলাহান্ট ডেস্ক: বাংলার শিক্ষক দুর্নীতিতে আবারো তারকা যোগ। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষের (Saayoni Ghosh) ছবি নিয়ে চলছে বিরোধীদের ইঙ্গিতপূর্ণ রাজনীতি। ছবি নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) দাবি করেছেন, সায়নী কুন্তলের নাকি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার সাংসদকে মানহানির মামলার নোটিস পাঠালেন সায়নী।

শিক্ষক এবং চাকরি দুর্নীতি নিয়ে গত বছর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। গরাদের পেছনে গিয়েছেন রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা। চলতি বছরের জানুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তাঁর গ্রেফতারি নিয়ে এখনো তোলপাড় চলছে রাজনৈতিক মহলে।

kuntal ghosh ed

বিরোধী শিবিরের তরফে একের পর এক কটাক্ষ শানানো হয়েছে তৃণমূলের উদ্দেশ্যে। কুন্তল এবং সায়নী ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে আগেও ইঙ্গিত করেছে বিজেপি। সম্প্রতি গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ কটাক্ষ করেন, রাজনীতির বাইরেও কুন্তলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল যুব তৃণমূল নেতা সায়নীর। সেই কারণেই কুন্তলের গ্রেফতারির পরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে।

এরপরেই সৌমিত্র খাঁকে মানহানির মামলার নোটিস পাঠিয়েছেন সায়নী। তাঁর অভিযোগ, বিজেপি সাংসদের ভিত্তিহীন দাবিতে তাঁর ব্যক্তিগত ক্ষেত্রে প্রভাব ফেলছে। আগামী সাত দিনের মধ্যে এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিজেপি সাংসদকে, স্পষ্ট বলে দেওয়া হয়েছে নোটিসে।

কুন্তল ঘোষের ব্যাপারে সায়নীর স্পষ্ট বক্তব্য, তিনি যুব তৃণমূল সভাপতি। তাই একজন নেতার সঙ্গে কোনো পুরনো অনুষ্ঠানে তাঁর ছবি থাকতেই পারে। পাশাপাশি জনসমক্ষে সায়নী এও বলেছেন, কারোর দোষ যদি প্রমাণ হয় তাহলে সে নিশ্চয়ই শাস্তি পাবে। তিনি যুব তৃণমূলের সভাপতি হিসাবে বলতে পারেন, কুন্তল ঘোষকে আড়াল করার কোনো অভিপ্রায়ই নেই দলের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর