অন্যায় ভাবে সরানো হয়েছে ধাওয়ানকে, বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

বাংলা  হান্ট নিউজ ডেস্ক: জার্মানিতে গিয়ে অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন লোকেশ রাহুল। তারপরেই তাকে এশিয়া কাপের আগে জিম্বাবোয়ে সফরের জন্য গ্রীন সিগন্যাল দিয়ে দিয়েছে বিসিসিআই। কিন্তু তার সাথে শিখর ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলকেই আসন্ন এই সফরের জন্য অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও ধাওয়ান সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং জিতিয়েছিলেন আর রাহুল দীর্ঘ চার মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন, তাও এমন সিদ্ধান্ত নিতে দুবার ভাবেনি বিসিসিআই।

ফেব্রুয়ারি মাসের পর ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যাবে লোকেশ রাহুলকে। তিনি এর আগে অবশ্য ভারতের অধিনায়কত্ব করেছেন। তবে তার অধিনায়কত্বতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্রীভাবে হারতে হয়েছিল ভারতকে। ৩-০ ফলে পর্যদুস্ত হয়েছিলেন তারা তেম্বা বাভূমাদের সামনে। তারপর থেকে ভারত যতগুলি সিরিজ খেলেছে, তাতে ভারতকে আর এমন হারের মুখে পড়তে হয়নি আর রাহুলও অধিনায়কত্বের সুযোগ পাননি আর।

কিন্তু এবার ধাওয়ানকে অধিনায়ক করেও সেই অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার ঘটনার কঠোর প্রতিবাদ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম। তিনি এই বিষয়ে নিজের চূড়ান্ত হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকরে তিনি জানিয়েছেন রাহুলকে অধিনায়ক হিসাবে বেছে নেওয়া কখনই একটা ভালো সিদ্ধান্ত হতে পারে না। কারণ তিনি চোট কাটিয়ে দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরবেন এবং তার প্রথম লক্ষ্য হওয়া উচিত নিজেকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া।

saba karim

সাবা করিম ওই সাক্ষাৎকারটিতে বলেছেন, “লোকেশ রাহুলের শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবে এই সিরিজটি খেলা উচিত ছিল। তাকে জোর করে অধিনায়ক বা সহ-অধিনায়ক করাটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। চোট কাটিয়ে বেশ কিছুটা বড় বিরতির পর ফিরে আসছেন তিনি। শিখর ধাওয়ান ইতিমধ্যে সাফল্যের সঙ্গে অধিনায়কত্ব করে দেখিয়েছেন। তিনি ভারতীয় দলের একজন সিনিয়র সদস্য। তিনি এই দায়িত্ব সহজেই পালন করতে পারতেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর