শচীনের এই বিশেষ রেকর্ডটি ভাঙ্গার সাধ্য নেই বিরাট কোহলির: সেহওয়াগ।

বর্তমান ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হচ্ছে ভারত অধিনায়ক বিরাট কোহলি। উনার ব্যাটের সামনে অনেক তাবড় তাবড় বোলার এখন ধরাশায়ী। বিরাটের ব্যাটে ভেঙ্গে অনেক রেকর্ড তৈরিও হয়েছে নুতন নুতন অনেক রেকর্ড। ক্রিকেট বিশেজ্ঞরা মনে করেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গতে পারেন একমাত্র বিরাট কোহলি। কিন্তু তাদের সাথে একমত নন প্রাপ্তন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান বীরেন্দ্র সেহওয়াগ। উনার মতে অন্য সব রেকর্ড ভাঙ্গলেও শচীনের একটি এমন রেকর্ড আছে যেটা বিরাট কোনোদিন ভাঙ্গতে পারবে না।

sachin tendulkar virat kohli virender sehwag 9286686c a385 11e7 b007 413935cf253f

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র শচীন টেন্ডুলকার এমন একজন ব্যাটসম্যান যার রয়েছে ১০০ টি ১০০, আর তারপরেই ৬৮ টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেহওয়াগের মতে এই রেকর্ড টি ভাঙ্গলেও শচীনের ২০০ টি টেষ্ট ম্যাচ খেলার রেকর্ডটি কোনোদিন ভাঙতে পারবে না বিরাট কোহলি। অনেক বিশেজ্ঞ এটাও দাবি করেছেন আগামী দিনে বিরাট কোহলি ভেঙ্গে দেবে শচীনের টেষ্ট এবং ওয়ানডে-তে সর্বাধিক রানের রেকর্ড।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেষ্ট ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল বিরাট কোহলির তারপর দীর্ঘ আট বছরে মোট ৭৭ টি টেষ্ট ম্যাচ খেলেছে বিরাট। এই আট বছরে টেষ্ট ক্রিকেটে রয়েছে তার সুন্দর স্কোর কার্ড। কোহলির ব্যাট থেকে ২৫ টি সেঞ্চুরি দিয়ে সাজানো মোট ৬৬১৩ রান এসেছে।

এই ব্যাপারে সেহওয়াগ বলেন বিরাট কোহলি হল একজন অত্যন্ত প্রতিভাবান ব্যাটম্যান। বিরাট যেভাবে প্রতিটি ম্যাচে যেকোনো ধরণের পিচে রান করে চলেছে তাতে বিরাট শচীনের অনেক রেকর্ডই ভেঙ্গে ফেলবে কিন্তু ২০০ টি টেষ্ট খেলার রেকর্ড ভাঙতে পারবে না। শুধু বিরাট কেন কোনো ব্যাটসম্যানই এই রেকর্ড ভাঙ্গতে পারবে না বলে জানান উনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর