তুমি নেই বলে দুষ্টুমি কম করি, ভাল থেকো তারাদের দেশে, বাবা অভিষেককে খোলা চিঠি ডলের

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক হয়ে গেল নেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। গত মার্চ মাসে চিরতরে ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি। রেখে গিয়েছেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanjukta Chatterjee) ও ছোট্ট মেয়ে সাইনাকে (Saina Chatterjee)। মাত্র বারো বছর বয়সে বাবার ছত্রছায়া চিরতরের জন্য হারিয়ে ফেলেছে ডল। এই বয়সেই এত বড় ধাক্কাটা যেন অনেকটাই বড় করে দিয়েছে সাইনাকে।

আজ ফাদার্স ডে, বাবাদের দিন। এই প্রথম ফাদার্স ডে তে বাবাকে কাছে পায়নি সাইনা। একবারের জন্যও ছুঁয়ে দেখতে পারেনি বাবাকে। তাই বাবার জন্য একটা খোলা চিঠি লিখেছে ছোট্ট সাইনা। সে জানে, বাবা অভিষেক চট্টোপাধ্যায় এখন তারাদের মধ্যে জ্বলজ্বল করছেন। অন্যান্য বারে বাবার জন্য বিশেষ ভাবে উদযাপন করা হয় এই দিনটা।

FB IMG 1655652343651
সকলে মিলে অভিষেকের প্রিয় রেস্তোরাঁয় খেতে যাওয়া হত। আর কোনো দিন একসঙ্গে খেতে যাওয়া হবে না। প্রতিবার ফাদার্স ডে তে নিজের হাতে উপহার বানিয়ে বাবাকে দিত ডল। খেলতে খেলতে বাবার মাথায় হেয়ারব্যান্ড পরিয়ে, চুল বেঁধে দিত মেয়ে। খেতে বসা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত, প্রতিটা কাজে জড়িয়ে রয়েছে অভিষেকের স্মৃতি।

ডল লিখেছে, বাবা চলে যাওয়ার পর থেকে দুষ্টুমি অনেক কমিয়ে দিয়েছে সে। বাবার কথাগুলো খুব মনে পড়ে। বিশেষ করে রাতে বাবা মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর কথা বারবার ফিরে আসে ডলের স্মৃতিতে। মা সংযুক্তা বাবার জায়গাটা নেওয়ার যথা সম্ভব চেষ্টা করছেন। ডল নিশ্চিত, অভিষেক সে সবই দেখতে পাচ্ছেন।

FB IMG 1655652352062
সাইনা জানিয়েছে, বড় হয়ে বাবার মতোই অভিনয়ে আসতে চায় সে। তাঁর কাছে বাবা-ই সেরা অভিনেতা। বড় হয়ে বাবার মতো হবে সাইনা, এখন থেকেই ঠিক করে নিয়েছে সে। আর অভিষেক দু চোখ ভরে দেখবেন তাঁর আদরের ডলকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর