কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিশাল বড় সুখবর, নতুন বছরেই বাড়তে চলেছে বেতন

বাংলাহান্ট ডেস্কঃ মহার্ঘ ভাতার পর এবার বাড়তে চলেছে এইচআরএ (HRA) অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। নতুন বছরেই ভালো খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, সবকিছু ঠিক ঠাক থাকলে, ২০২২ সালের জানুয়ারি মাস থেকেই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য HRA।

এই বিষয়ে নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। এরপর এই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে রেল বোর্ডের কাছে। আর তা একবার অনুমোদিত হয়ে গেলেই, নতুন বছরের প্রথম মাস থেকেই ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর হাউস রেট অ্যালোয়েন্স বৃদ্ধি পেয়ে যাবে।

cash 2

এর ফলে উপকৃত হবেন প্রায় ১১.৫৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যারা রেলে কর্মরত। সঙ্গে বাড়বে বেতনও। এই দুর্মূল্যের বাজারে বেতন বৃদ্ধি পাওয়ায়, কিছুটা হলেও স্বস্তি মিলবে কর্মীদের। আবার, ইন্ডিয়ান রেলওয়ে টেকনিকাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ) এবং ন্যাশনাল ফাউন্ডেশন রেলওয়েমেনের (এনএফআইআর) পক্ষ থেকে আগামী বছর জানুয়ারি থেকেই এই বর্ধিত এইচআরএ কার্যকর করার দাবি জানানো হয়েছে।

সূত্রের খবর, এক্স, ওয়াই, জেড ক্লাসের শহরের ভিত্তিতে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় কর্মীদের। ৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহর রয়েছে এক্স ক্যাটাগরির মধ্যে। এর ফলে এক্স ক্যাটাগরির শহরের কর্মীরা পাবেন ২৭ শতাংশ HRA অর্থাৎ প্রতি মাসে ৫৪০০ টাকার থেকে বেশি, ওয়াই ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীরা পাবেন ১৮ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ৩৬০০ টাকার বেশি এবং জেড ক্লাস ক্যাটাগরির শহরের কর্মীরা পাবেন ৯ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ১৮০০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর