বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই ‘জওয়ান’ ছবিতে শাহরুখের ন্যাড়া মাথা দেখে চমকে গেছে ভক্তরা। আর এবার ন্যাড়া মাথায় (Bald Head) প্রকাশ্যে এলেন ভাইজান সলমন খানও (Salman Khan)। কিছুদিন আগেও ‘বিগবস’র ফিনালেতে একমাথা চুল ছিল তার। দু-দিন আগে এক মাথা চুল নিয়ে হাজির হয়েছিলেন এপি ধিলানের ডকু-সিরিজের স্ক্রিনিংয়েও। তার কয়েক ঘন্টার মধ্যেই গোটা লুক বদলে ফেললেন দাবাং খান।
গতকাল অর্থাৎ, রবিবার রাতে মুম্বইয়ে ‘অল ব্ল্যাক লুকে’ ধরা দিলেন সলমন। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যেই এখন সলমনের যাতায়াত। আসলে খুনের হুমকি আসার পর থেকেই ভাইজানের একটা ছবি তুলতেও বেশ ভালোরকম কষ্ট করতে হচ্ছে পাপারাৎজিদের। তারমধ্যেই কোনোভাবে ভাইজানের নতুন লুক ক্যামেরাবন্দি করেছেন তারা। যা দেখে নেটিজনদের তো চক্ষু চড়কগাছ।
এইদিন সলমনের পরনে ছিল কালো শার্ট আর ট্র্যাক প্যান্ট। ন্যাড়া মাথায় চুলের হালকা রেখা স্পষ্ট। গাড়ি থেকে বেরোনো মাত্রই বন্দুকধারী সিকিউরিটি ঘিরে ধরলো তাকে। তাদের মাঝে দিয়ে গটগটিয়ে হেঁটে গেলেন সলমন। জানিয়ে রাখি, সলমনকে শেষবার ন্যাড়া মাথায় দেখা গেছিল ২০০৩ সালে। ভাইজানের ব্যবসা সফল ছবি ‘তেরে নাম’এ এমন ন্যাড়া হয়েছিলেন।
আরও পড়ুন : এবার টলিউডে অভিনয় বাহুবলি খ্যাত এই জনপ্রিয় অভিনেতা! ফেলুদার ছবিতে থাকছে বিরাট চমক
সাল ২০০৩-এ নির্ঝরার প্রেমে পাগল রাধের জীবন কীভাবে শেষ হয়ে যায় তিল তিল করে তাই উঠে এসেছিল সতীশ কৌশিক পরিচালিত এই ছবিতে। দীর্ঘ ২০ বছর পর আবার একইরকম লুক দেখে সেই স্মৃতিই ঝালিয়ে নিচ্ছে ভক্তরাও। তার মধ্যেই গুঞ্জন, ‘ভাইজান কি তবে তেরে নাম’র সিক্যুয়েল বার করতে চলেছেন? এমনিতেও বর্তমান দিনে ‘সিক্যুয়েল’র যা রমরমা তাতে এই ঘটনা সত্যি হলে অবাক হওয়ার মত কিছু হবেনা।
আরও পড়ুন : একবারে সাধ মেটেনি, বিয়েতে হ্যাট্রিক করছেন এই ৫ টলি অভিনেত্রী! তালিকায় বড় নাম
View this post on Instagram
যদিও সলমন এবং সলমন ঘনিষ্ঠ সূত্র এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে জানা যাচ্চে, এই লুক নাকি কোনও বিশেষ কারণে নয়। এই মুহূর্তে কোনও শুটিং করছেননা ভাইজান। উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সলমন ক্যাটরিনা অভিনীত বহুল চর্চিত ছবি ‘টাইগার৩’। আগামী ১০ নভেম্বর প্রেক্ষাগৃহে হিট করবে ছবিটি। সলমন-ক্যাটরিনার রোমান্সের সাথে ভরপুর অ্যাকশন দেখার জন্য মুখিয়ে রয়েছে সকলে।