বিগ বসের ঘরে নাম না করে অর্ণব গোস্বামীকে তীব্র কটাক্ষ সলমনের, মুহূর্তে ভাইরাল ভিডিও

   

বাংলাহান্ট ডেস্ক: এবারের বিগ বসের (bigg boss) সিজন যেন সব অর্থেই বিতর্কিত। ৩রা অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের সবথেকে জনপ্রিয় তথা সর্বাধিক বিতর্কিত রিয়েলিটি শো (reality show) বিগ বস। অন‍্যান‍্য বারের মতো এবারেও বিতর্কের কমতি নেই বিগ বসে। উপরন্তু এই ১৪ তম সিজন শুরু হতে না হতেই বিতর্কের সম্মুখীন হয়েছে।

আর এবারে বিগ বসের সেট থেকে ভাইরাল (viral) হয়েছেন খোদ শোয়ের সঞ্চালক সলমন খান (salman khan)। আকারে ইঙ্গিতে, পরোক্ষ ভাবে প্রখ‍্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর (arnab goswami) বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। টিআরপি নিয়ে অর্ণকে নাম না করে পরোক্ষ ভাবে কটাক্ষ করেছেন সলমন। সেই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

akki

বিগ বসের ‘উইকেন্ড কা ওয়ার’ এ প্রতিযোগীদের উদ্দেশে শোয়ের টিআরপি নিয়ে কিছু জরুরি কথা বলতে দেখা যায় সলমনকে। তিনি বলেন, টিআরপি সবার কাছেই অত‍্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই টিআরপি তুলতে হবে নিজের গেমটা সঠিক রূপে খেলার মাধ‍্যমেই। চিৎকার করে, একে অন‍্যকে মিথ‍্যে দোষারোপ করে, ভুল কথা বলে টিআরপি তুলতে চাইলে চ‍্যানেল বন্ধ হয়ে যেতে পারে।

শেষে সলমন এও বলেন যে, তাঁর যা যা বলার ছিল পরোক্ষ ভাবে তিনি বলে দিয়েছেন। এই ভিডিও এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। কোনো ব‍্যক্তি বা চ‍্যানেলের নাম উল্লেখ না করলেও অভিনেতা যে অর্ণব গোস্বামীকেই কটাক্ষ করেছেন তা বুঝতে কারোরই বাকি নেই।

 

আসলে সম্প্রতি ভুয়ো টিআরপি কেলেঙ্কারি মামলায় অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির নাম উঠে এসেছে। মুম্বই পুলিসের বক্তব‍্য, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু মামলা নিয়ে খবর করার সময় বেশ কয়েকটি চ‍্যানেল ভুয়ো টিআরপি তুলেছে। এই মামলায় দুটি মারাঠি চ‍্যানেলের মালিককে গ্রেফতারও করেছে পুলিস।

শুধু তাই নয়, এর আগে ক‍্যামেরার সামনে শো চলাকালীন সাংবাদিক অর্ণব গোস্বামী সলমন খানের নাম করে প্রশ্ন করতে থাকেন, তিনি কোথায় লুকিয়ে রয়েছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু নিয়ে, মাদক মামলা নিয়ে কেন তাঁর মুখে কোনো কথা নেই। সেই সময় কিছু না বললেও বিগ বসের ঘরে এভাবেই তিনি অর্ণবকে পাল্টা জবাব দিয়েছেন বলে মনে করছেন ভাইজান অনুরাগীরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর