‘পঞ্চাশ পেরিয়েও খাটছি, অত সহজে স্টারডম ছাড়ব না’, তরুণ প্রজন্মকে কড়া বার্তা সলমনের

বাংলাহান্ট ডেস্ক: সুপারস্টারদের জমানা নাকি শেষ। OTT র বাড়বাড়ন্তে বলিউডে খানদের রাজত্ব এবার অস্তাচলে যেতে বসেছে। তরুণ প্রজন্মের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এটাই শেষ সুপারস্টারদের শেষ ক্ষণ? প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন সলমন খান (salman khan)। স্পষ্ট ভাষায় জানালেন, অত সহজে সব শেষ হতে পারে না।

সম্প্রতি ‘অন্তিম’ ছবির প্রচারে সাংবাদিক বৈঠকে সলমনের কাছে প্রশ্ন রাখা হয়, যেভাবে OTT প্ল‍্যাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে এবং অভিনেতারা ডিজিটাল দুনিয়ায় যেভাবে জনপ্রিয়তা পাচ্ছেন তাতে কি মনে হয়, এটাই সুপারস্টারদের যুগের শেষ? উত্তরে সলমন বলেন, “আমরা যাব, অন‍্য কেউ সেই জায়গায় আসবে। আমার মনে হয় না স্টারদের ওই যুগটা কখনো যাবে বলে। ওটা থেকেই যাবে। আসলে অনেক কিছুর উপরে নির্ভর করছে সেটা। ছবির নির্বাচন, বাস্তব জীবনে কে কেমন এসব। সবকিছু মিলিয়ে একটা প‍্যাকেজ। তরুণ প্রজন্ম নিজেদের সুপারস্টারডম পাবে।”

salman khan10
এরপরেই সলমন বলেন, “আমি এমনো শুনছি যে, ‘স্টারদের জমানা শেষ’। গত চার প্রজন্ম ধরে আমি এটা শুনে আসছি যে, ‘এটাই শেষ প্রজন্ম’। তরুণ প্রজন্মর জন‍্য অত সহজে আমরা সবকিছু ছেড়ে দেব না। ওদের হাতে আমরা ধরিয়ে দেব না। পরিশ্রম করো ভাই। পঞ্চাশ পেরিয়েও পরিশ্রমই করছি, তোমরাও করো।”

অনেক কম বয়সে বলিউডে পা রেখেছিলেন সলমন। বয়স ৫৫ ছুঁয়েছে। ১৩৯ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি এখনো পর্যন্ত। খুব শীঘ্রই নতুন ছবি উপহার দিতে চলেছেন দর্শকদের। আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে সলমন ও আয়ুষ শর্মা অভিনীত ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’। একজন শিখ পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে বলিউডের ভাইজানকে।

অপরদিকে এক কুখ‍্যাত গ‍্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ। দুজনের দৃষ্টিভঙ্গি, মতামত সম্পূর্ণ আলাদা। দুটি ভিন্ন জগতের মানুষ মুখোমুখি হলে যে সংঘাতটা সৃষ্টি হবে সেটাই তুলে ধরা হবে ‘অন্তিম’ ছবিতে। মহেশ মঞ্জরেকর পরিচালনা করছেন ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ ছবিটি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর