এবার Samsung-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন তৈরি হবে ভারতে! কমতে পারে দামও

বাংলা হান্ট ডেস্ক: এবার এক বড়সড় সিদ্ধান্ত নিল Samsung। জানা গিয়েছে, এই কোরিয়ান স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী সংস্থাটি ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করতে চলেছে। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে যে, স্থানীয় বাজারের চাহিদা মেটাতে ভারতে প্রিমিয়াম Galaxy S23 স্মার্টফোন তৈরি করবে তারা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি সপ্তাহেই Samsung ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Samsung Galaxy S23 সিরিজের লঞ্চ করেছে। এই সিরিজের মাধ্যমে তিনটি প্রিমিয়াম ফোন লঞ্চ করা হয়েছে। সেগুলি হল Galaxy S23 Ultra, Galaxy S23 এবং Galaxy S23 Plus। পাশাপাশি, Galaxy S23 সিরিজকে ৭৫ হাজার টাকার প্রারম্ভিক মূল্যে বাজারে নিয়ে আসা হয়েছে বলেও জানা গিয়েছে।

ভিয়েতনাম থেকে আমদানি হয় স্মার্টফোন: উল্লেখ্য যে, বর্তমানে Galaxy S সিরিজের স্মার্টফোনগুলি Samaung-এর ভিয়েতনামের উৎপাদনকেন্দ্রে তৈরি করা হয়। পাশাপাশি কোম্পানি ভারতে বিক্রির জন্য সেগুলি আমদানি করে। এই প্রসঙ্গে Samsung এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, “ভারতে বিক্রি হওয়া সমস্ত Galaxy S23 স্মার্টফোন কোম্পানির নয়ডার উৎপাদনকেন্দ্রে তৈরি করা হবে। তবে, Samsung ইতিমধ্যেই নয়ডায় স্থানীয় উৎপাদনের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদার অধিকাংশ পূরণ করে। এমতাবস্থায়, Samsung-এর “মেড ইন ইন্ডিয়া” Galaxy S23 স্মার্টফোন বিক্রি করার সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতের শিল্পক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে।

কমতে পারে ফোনের দাম: মূলত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে ক্যামেরার লেন্স আমদানির উপর শুল্ক প্রত্যাহার করার ঘোষণা করার পরে সংস্থাটি এই বিবৃতি দিয়েছে। এদিকে, গ্যালাক্সি S সিরিজের স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ক্যামেরা। কোম্পানিটি গত বুধবার Galaxy S23 স্মার্টফোনের তিনটি মডেল পেশ করেছে। যেগুলিতে হাই-এন্ড ক্যামেরা সেন্সর উপলব্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ক্যামেরার লেন্সের দাম কমার সম্ভাবনার জেরে ফোনেরও দাম কমতে পারে।

samsung galaxy s23 ultra unofficial concept render colors flat screen drdnbc

Galaxy S23 Ultra-তে রয়েছে ২০০ MP-র ক্যামেরা: ইতিমধ্যেই Samsung এক বিবৃতিতে জানিয়েছে, “Galaxy S23 Ultra, Samsung-এর সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেমের সাথে সামনে আনা হয়েছে। যেটি প্রায় যেকোনো ধরণের লাইটিং কন্ডিশনে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। Galaxy S23 Ultra-তে একটি নতুন ২০০-মেগাপিক্সেলের অ্যাডাপ্টিভ পিক্সেল সেন্সর রয়েছে। যা দুর্দান্ত ছবি ক্যাপচার করতে পারে”। আরও জানিয়ে রাখি যে, এই ফোনটি পাঁচটি ক্যামেরা সেন্সর দিয়ে সজ্জিত করা হয়েছে। যার মধ্যে ১২ মেগাপিক্সেল থেকে শুরু করে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর উপলব্ধ রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর