‘যা হয়েছে সবটাই…’, রাতে মহিলাদের পার্টি অফিসে ডাকা নিয়ে এবার গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির (Sandeshkhali Incident) মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ডাহা মিথ্যে। এর পেছনে রয়েছে সিপিএম ও বিজেপির চক্রান্ত! গোপন ডেরা থেকে বেরিয়ে এমনটাই দাবি করলেন শাহজাহান শেখের (Shahjahan Seikh) ‘ডানহাত’ শিবু হাজরা (shibu hazra)। সন্দেশখালি নিয়ে ক্রমশ্যই চড়ছে রাজনীতির পারদ। উত্তর চব্বিশ পরগনার ওই এলাকার মহিলাদের আর্তনাদ শোনার পর থেকে গর্জে উঠেছে গোটা বাংলা। বিক্ষোভ-প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। রাজ্যপাল থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন শুরু করেছে অ্যাকশন। ওদিকে যাদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ, তাদের মধ্যেই অভিযুক্ত শাসকদলের নেতা শিবু হাজরার দাবি, সমস্তটাই সাজানো। সব ভিত্তিহীন অভিযোগ!

এই শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ একাধিক নেতাদের ক্রমাগত অত্যাচারের বিরুদ্ধেই পথে নেমেছেন সন্দেশখালির মহিলারা। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। বাকি শাহজাহান ও শিবুর গ্রেফতারির দাবি তুলেছেন সন্দেশখালির নির্যাতিত মহিলারা। এই শিবুর বিরুদ্ধে রাতে মহিলাদের পার্টি অফিসে নিয়ে যাওয়া থেকে শুরু করে গরিব মানুষের জমি দখলের মতো একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে।

যেখানে একাধিক অভিযোগ জমা পড়ার পরও শাহজাহান শেখ ঘনিষ্ঠ নেতা শিবু হাজরার খোঁজ এখনও দিতে পারেনি রাজ্য পুলিশ, সেই অবস্থায় সন্দেশখালির (Sandeshkhali Incident) গোপন ডেরা থেকে মুখ খুললেন শিবু হাজরা। তার দাবি সবটা বিরোধীদের চক্রান্ত। এতে এলাকায় আরও শক্তিশালী হবে তৃণমূল।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শিবুর দাবি, সন্দেশখালির অশান্তির ঘটনার পেছনে হাত রয়েছে সিপিএমের নিরাপদ সর্দার এবং বিজেপির বিকাশ সিনহার। এলাকা (Sandeshkhali Incident) দখল করতেই বাম-বিজেপি একজোটহয়ে এই ঘটনা ঘটানো ঘটাচ্ছে বলেও অভিযোগ তার। পূর্ব অভিজ্ঞতা ভাগ করে শিবু বলেন, বাম বিধায়ক নিরাপদ সর্দারের আমলে দিনেদুপুরে মানুষ খুন হত। বাড়িতে ঢুকতে দিত না। শুধুমাত্র তৃণমূল করার জন্য বহু অত্যাচারের শিকার হতে হয়েছে।

মহিলাদের নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে শিবুর পাল্টা দাবি, কখনও দলের মিটিং থাকলে খবর দেওয়া হত। আর কিছুই না। কোনও মহিলাকে রাতে ডাকা হয়নি। পাশাপাশি রাতে জোর করে কোনো মহিলাকে পার্টি অফিসে আটকে রাখার ঘটনাও হয়নি বলেও দাবি এলাকার এই দাপুটে তৃণমূল নেতার।

sandeshkhali

আরও পড়ুন: ‘রাতে ফোন করে ডাকা হত…’, হঠাৎ যা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! শোরগোল রাজ্যে

বলে রাখা ভালো, তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে সম্প্রতি রাস্তায় নেমেছে সন্দেশখালির মানুষেরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি। জারি করে দেওয়া হয় ১৪৪ ধারা।

শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার-সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালির মহিলারা। তাদের অভিযোগ, শেখ শাহাজাহানের মত গ্রামে এরম আরও অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের।

বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়ে মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেখ শাহজাহানদের সহ বাকি গুন্ডাদের বিরুদ্ধে একজোট হতে বাধ্য হন সন্দেশখালির মহিলারা।

সন্দেশখালির মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধীরা। রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। সোমবারই ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর