ফের বলিউড-ক্রিকেট সংযোগ, শাহরুখ-প্রীতির পর এবার সঞ্জয় দত্তও কিনলেন ক্রিকেট দল

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) সঙ্গে ক্রিকেটের (Cricket) সংযোগ বহুদিনের। সেটা ব্যক্তিগত জীবনেই হোক বা পেশাগত জীবনে। অভিনেত্রী ক্রিকেটার জুটির উদাহরণ যেমন রয়েছে, তেমনি ক্রিকেটে আগ্রহ দেখিয়ে আস্ত এক দল কিনে ফেলতেও দেখা গিয়েছে অনেক তারকাকে। এই তালিকায় এবার জুড়ল আরো এক বলিউড অভিনেতার নাম। তিনি সঞ্জয় দত্ত (Sanjay Dutt)।

জিম্বাবোয়েতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এক নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ, জিম অ্যাফ্রো টি১০। সেই লিগেই একটি নতুন দল কিনেছেন সঞ্জয়। জিম্বাবোয়ের হারারে শহরের দল, হারারে হারিকেন্স কিনেছেন তিনি। তাঁর সঙ্গে অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ও দলের সহ মালিক।

sanjay dutta

মোট পাঁচটি দল খেলতে চলেছে এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে। হারারে হারিকেন্স দল ছাড়াও এই লিগে রয়েছে কেপটাউন স্যাম্প আর্মি, ডারবান কলন্দর্স, বুলাওয়ে ব্রেভস, জোবার্গ লায়ন্স। ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে জিম অ্যাফ্রো টি১০। উল্লেখ্য এটাই জিম্বাবোয়ের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই সঙ্গে সঞ্জয়েরও এটাই প্রথম ক্রিকেট দল।

সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন, ‘ক্রিকেট আমাদের দেশে ধর্ম মানা হয়। আর ক্রীড়া জগতে অন্যতম বড় দেশ হওয়ায় আমাদের দায়িত্ব বিশ্বের প্রতিটি কোণায় খেলাটা পৌঁছে দেয়। ক্রিকেট ইতিহাসে জিম্বাবোয়ে বেশ উল্লেখযোগ্য দেশ। এর সঙ্গে যুক্ত হয়ে অনুরাগীদের আনন্দ দিতে পেরে আমি খুশি। আশা করছি জিম অ্যাফ্রো টি১০ তে হারারে হারিকেন্স ভাল ফল করবে।

উল্লেখ্য বলিউডের একাধিক তারকা ক্রিকেট দলের মালিক। শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স ছাড়াও অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও দল রয়েছে তাঁর। শাহরুখের সঙ্গে সহ মালিকানা রয়েছে জুহি চাওলার। এছাড়াও প্রীতি জিন্টার রয়েছে পঞ্জাব সুপার কিংসের মালিকানা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর