প্রথম কেমোথেরাপি সম্পন্ন হল সঞ্জয় দত্তের, অভিনেতার চিন্তায় কপালে ভাঁজ নেটিজেনের

বাংলাহান্ট ডেস্ক: ফুসফুসের ক‍্যানসারের (cancer) চতুর্থ স্টেজে আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত (sanjay dutt)। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে চিকিৎসার জন‍্য মার্কিন মুলুক বা সিঙ্গাপুরে উড়ে যাবেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশে যাচ্ছেন না অভিনেতা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালেই কেমোথেরাপি শুরু করেছেন তিনি।

সম্প্রতি হাসপাতাল সূত্রে খবর মিলেছে, প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফল হয়েছে সঞ্জয় দত্তের। গত সপ্তাহেই প্রথম পর্যায়ের কেমোথেরাপি করান অভিনেতা। তা সফল হওয়ার প‍র এবার পালা দ্বিতীয় পর্যায়ের। জানা গিয়েছে চলতি সপ্তাহের মঙ্গল বা বুধবারই দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি করাবেন সঞ্জয় দত্ত।

sanjay dutt discharged from hospital returns home
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে বিদেশে না গেলেও সেখানকার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে শলা পরামর্শ করেছেন অভিনেতা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকদের মতোই পরামর্শ দিয়েছেন আমেরিকার চিকিৎসকরা। তাই আপাতত মুম্বইতেই চিকিৎসা করাবেন সঞ্জয় দত্ত।

এর আগে জানা গিয়েছিল, আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক‍্যানসার সেন্টারে চিকিৎসা করাবেন অভিনেতা। ওই হাসপাতালেই প‍্যানক্রিয়াটিক ক‍্যানসারে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তাঁর মা নার্গিস।

ক‍্যনসার ধরা পড়ার পর থেকেই আমেরিকার ভিসার জন‍্য আবেদন করেছিলেন সঞ্জয় দত্ত। আমেরিকা বা সিঙ্গাপুর যেকোনও একটি জায়গায় যাওয়ার ছাড়পত্রের জন‍্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করেন সঞ্জয়। কিন্তু আমেরিকা যাওয়ার ভিসা পাননি তিনি।

sanjay dutt dedicates baba to his late father 2019 06 18
প্রথমে জানা যায়, বর্তমানে করোনা পরিস্থিতির জন‍্যই বিদেশ যাওয়ার পর অনুমতি মেলেনি সঞ্জয়ের। বাধ‍্য হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শুরু হয় অভিনেতার কেমোথেরাপি। সম্প্রতি জানা গিয়েছে, ১৯৯৩ তে মুম্বই হামলায় নাম জড়িয়ে থাকার জন‍্যই বিদেশে যাওয়ার অনুমতি পাননি সঞ্জয়।

অবশেষে এক বন্ধুর সহায়তায় পাঁচ বছরের জন‍্য আমেরিকায় চিকিৎসার জন‍্য মেডিকেল ভিসা পান সঞ্জয়। তবে এখনও তাঁর বিদেশে যাওয়ার বিষয়ে কিছু শোনা যায়নি। আপাতত লীলাবতী হাসপাতালেই রয়েছেন সঞ্জয় দত্ত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর