এবার কোহলির সমর্থনে নামলেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, সৌরভের উপর উগরে দিলেন ক্ষোভ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর ভূমিকা নিয়ে ফের উঠলো প্রশ্ন। এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মাঞ্জরেকর। মাঞ্জরেকর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সৌরভের কোনও মন্তব্য করার প্রয়োজন ছিল না। এটি নির্বাচন কমিটির প্রধানের কাজ।

একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, “আমি জানি না কেন এই ব্যাপারে বিসিসিআই সভাপতির কোনও বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল। সকলেই জানেন এই সকল সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিটির চেয়ারম্যানের কাজ। ভারতীয় ক্রিকেট প্রশাসনে নির্বাচক কমিটির চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও যে গুরুত্ব দেওয়া উচিত তা তাকে দেওয়া হয় না। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের উদাহরণ দিয়ে মাঞ্জরেকর বলেছিলেন যে যখন পন্টিং-কে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন সেদেশের নির্বাচকরাই সকলের কাছে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।

Sanjay Manjrekar

এর আগে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকারও একইভাবে বলেছিলেন যে সৌরভের জাতীয় নির্বাচকদের তরফ থেকে অধিনায়কত্বের বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মার অধিনায়কত্বের বিষয়টি নিয়ে কথা বলা উচিত ছিল। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্রী পারফরম্যান্সের পর হঠাৎ করেই ওডিআই দলের অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেওয়া হয়। সৌরভ পরে জানিয়েছিলেন যে তিনি কোহলিকে টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে না যাওয়ার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন।

তবে সৌরভের সেই দাবিকে বিরাট কোহলি সরাসরি না হলেও খারিজ করে দিয়ে জানিয়েছিলেন যে তাকে অধিনায়কত্ব না ছেড়ে দেওয়ার জন্য কোনও অনুরোধ করা হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার খবর পান তিনি। তারপর থেকেই দুজনকে নিয়ে তৈরি হয় একের পর এক বিতর্ক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর