শ্রীলঙ্কার বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামছেন রোহিত, বাদ পড়বেন দুই তারকা ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামীকাল অর্থাৎ ২৪ শে ফেব্রুয়ারি থেকে লখনউয়ে শুরু হচ্ছে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও একইরকম দাপট দেখিয়ে সিরিজ জিততে চান রোহিতরা। বিরাট কোহলি এবং রিশভ পন্তের মতো ব্যাটসম্যানরা এই টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে হয়তো দুই ক্রিকেটারকে বাদ দেবেন রোহিত শর্মা।

রোহিত শর্মার নতুন ওপেনিং পার্টনার হিসেবে ঈশান কিষানকে নিয়েই হয়তো খেলবেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ফর্মে ফিরেছেন ঈশান কিষাণ। ঈশান কিষাণ একজন বিপজ্জনক ব্যাটসম্যানের পাশাপাশি একজন বিশেষজ্ঞ উইকেটরক্ষক। রাহুল, পন্থরা এই পুরো টি-টোয়েন্টি সিরিজের বাইরে। তাই তিনিই ভরসা।

ishan kishan

যেহেতু বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না, তাই তিন নম্বরে উইকেটরক্ষক হিসেবে তার জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। ৪ নম্বরে নামার সবচেয়ে বেশি সম্ভাবনা শ্রেয়স আইয়ারের। দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ৫ নম্বরে এবং ভেঙ্কটেশ আইয়ারর ৬ নম্বরে নিশ্চিত। এরপর অলরাউন্ডার হিসাবে ৭ নম্বরে ব্যাট করতে নামবেন রবীন্দ্র জাদেজা। বোলিংয়ে বুমরা দলে ফেরায় প্রথম একাদশে জায়গা নাও পেতে পারেন সিরাজ। বুমরা, হর্ষল এবং ফর্মে ফেরা ভুবনেশ্বর কুমার সামলাবেন পেস বোলিংয়ের দায়িত্ব। সেই সঙ্গে নবাগত লেগ স্পিনার রবি বিশ্নই থাকবেন স্পিনার হিসাবে। নিজেদের গত সিরিজে প্রমাণ করতে না পারায় বাদ পড়বেন ঋতুরাজ গায়কোয়াড এবং দীপক চাহার।

এটি হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের একাদশ
রোহিত শর্মা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং রবি বিশ্নই

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর