নিস্তার নেই পুজোতেও! সপ্তমীর সকালেই নিম্নচাপের রূপ নেবে ঘূর্ণাবর্ত, ভাসতে পারে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

বাংলাহান্ট ডেস্ক : আজ মহাসপ্তমী। প্যান্ডেল হপিংয়ের জন্য সকাল থেকে বেরিয়ে পড়বেন প্রচুর দর্শনার্থী। ফলে, সপ্তমীতে আদৌ রাজ্যবাসীর স্বস্তি মিলবে নাকি নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে সব প্ল্যানটাই মাটি হয়ে যাবে সেই নিয়েই নানান চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে আমজনতার মনে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে সপ্তমীর আবহাওয়ার পূর্বাভাস মিলেছে।

এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তমীতে নির্বিঘ্নে ঠাকুর দেখা যাবে দক্ষিণবঙ্গে। তবে নবমীর দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এছড়া দক্ষিণের বাকি জেলাগুলি শুষ্কই থাকবে।   তাছাড়া, সপ্তমীতে উত্তরবঙ্গবাসীরও বৃষ্টি ভেজার সম্ভাবনা নেই।

আরোও পড়ুন : প্যান্ট্রি কারে দৌড়ে বেড়াচ্ছে ধেড়ে ইঁদুর! ভিডিও ভাইরাল হতেই মুখ খুলল IRCTC

তবে আবহাওয়া শুষ্ক থাকলেও চিন্তায় রাখছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তমীর সকালে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এরপর আগামী ২৩ অক্টোবর নবমীর দিন এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

আরোও পড়ুন : একাধিক পদ, মাসে মোটা বেতন! ১৭০০ বেশি নয়া কর্মসংস্থানের পরিকল্পনা ইন্ডিয়ান অয়েলের

এছাড়াও, লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরালা উপকূলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তা নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তা পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আরব সাগর পেরিয়ে ওমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

weather pujo

তবে অষ্টমী পর্যন্ত মেঘমুক্ত থাকবে আকাশ। উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শীত শীত ভাব অনুভূত হবে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। প্রসঙ্গত, গত বছর পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছিল কলকাতায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর