জাহান্নামি মহিলা! মুসলিম হয়ে হিন্দু উৎসব পালন করছেন কেন? নিশানায় শিবভক্ত সারা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের তরুণ প্রজন্ম বিভিন্ন কারণে সমালোচনার শিকার হয় প্রতিনিয়ত। তাঁদের অভিনয় দক্ষতা নিয়ে, নাক উঁচু স্বভাব নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু বলিউডের এই তরুণ প্রজন্মের মধ্যেই রয়েছেন অভিনেত্রী সারা আলি খানও (Sara Ali Khan)। তাঁর অভিনয় নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও সারার নম্র স্বভাবের ভক্ত অনেকেই। পাশাপাশি তাঁর আরো একটি গুণ রয়েছে।

ধর্মীয় স্থানগুলিতে ঘুরে বেড়াতে ভালবাসেন সারা। সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের জ্যেষ্ঠা কন্যা তিনি। সারা নিজে ইসলাম ধর্মাবলম্বী। কিন্তু হিন্দু মন্দির, ধর্মীয় স্থানগুলিতে ঘুরে বেড়াতে, পুজো দিতে ভালবাসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সারাকে যারাই ফলো করেন তারা তাঁর এই বিশেষ গুণের কথা নিশ্চয়ই জেনে থাকবেন।

Sara ali
১৮ তারিখ মহা শিবরাত্রির দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন সারা। এ যাবৎ যতগুলো শিবের ধাম দর্শন করেছেন সবকটির ছবি শেয়ার করেছেন তিনি। কেদারনাথ থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ছবিও শেয়ার করেছেন সারা। সঙ্গে লিখেছেন, ‘জয় ভোলেনাথ’। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, মহা শিবরাত্রি এবং হর হর মহাদেব।

নেটনাগরিকরা সাধুবাদ দিয়েছেন সারাকে। নিজ ধর্ম পালনের পাশাপাশি যেভাবে অপর ধর্মের প্রতিও তিনি শ্রদ্ধা, সম্মান দেখান তা অনেকের শেখা উচিত বলে মন্তব্য করেছেন কয়েকজন। কিন্তু সারার এই পোস্ট অনেকের কাছে বিরক্তি এবং ক্ষোভেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

কট্টরপন্থীরা তীব্র আক্রমণ করেছেন সারাকে। মুসলিম হয়ে হিন্দু উৎসব পালন করেন কীভাবে তিনি? একজন ধিক্কার দিয়ে লিখেছেন, ‘জাহান্নামি মহিলা’। আবার কেউ কেউ তাঁকে ভয় দেখিয়েছেন ইসলামের বিরুদ্ধে যাওয়ার পাপের জন্য। কয়েকজন এও প্রশ্ন করেছেন, সারা আদৌ মুসলিম তো?

এমন সমালোচনার সঙ্গে পরিচিত সারা। কখনোই তাঁকে উত্তর দিতে দেখা যায় না। নেতিবাচকতাকে যথা সম্ভব এড়িয়েই চলেন তিনি। মন যেটা চায় তাতেই সাড়া দেন সারা। তিনি মন্তব্য করেছিলেন, মন্দিরে ইতিবাচক এনার্জি অনুভব করতে পারেন। তাই বারবার মন্দির দর্শন করতে ছুটে যান তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর