‘আমার মন্দিরে যাওয়া নিয়ে যদি সমস্যা হয়…’, কট্টরপন্থীদের স্পষ্ট জবাব সারার

বাংলাহান্ট ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী হয়েও মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান। এ জন্য কট্টরপন্থীদের চক্ষুশূল হয়ে উঠেছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। প্রায়ই দেশের বিভিন্ন স্থানে মহাদেবের ধামে ঘুরে ঘুরে পুজো দেন তিনি। কর্মব্যস্ত গ্ল্যামার সর্বস্ব জীবনে খুঁজে বেড়ান দু দণ্ড শান্তি। আর মন্দিরেই সেই কাঙ্খিত শান্তি, শক্তির খোঁজ তিনি পান বলে মন্তব্য করেছিলেন সারা। কিন্তু এর জন্য যে নাগাড়ে সমালোচিত হতে হয়, সেটা কীভাবে সামলান অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, এসব ট্রোল, সমালোচনায় কিছুই যায় আসে না তাঁর। অতি সম্প্রতি হিমাচলে বিজলি মহাদেবের মন্দির দর্শন করে এসেছেন তিনি। এটা জানলে পাঁচ জন পাঁচটা কথা বলবে। তাতে তাঁর কিছুই যায় আসে না। সারা বলেন, ‘আমি এটা বুঝে গিয়েছি যে কোন কথাগুলো কানে তোলা উচিত আর কোনগুলো নয়’।

sara 2

তাঁর মতে, তাঁর কাজ নিয়ে যদি দর্শকদের সমস্যা হয় তাহলে সেটা তাঁর কাছেও চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। কারণ অনুরাগীদের জন্যই অভিনয় করেন তিনি। কিন্তু যদি তাঁর ব্যক্তিগত জীবন বা জীবনযাত্রার ধরণ নিয়ে কারোর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা তিনি ধর্তব্যের মধ্যে আনেন না, স্পষ্ট কথা সারার।

এর আগে মহা শিবরাত্রির দিনে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন সারা। এ যাবৎ যতগুলো শিবের ধাম দর্শন করেছেন সবকটির ছবি শেয়ার করেছিলেন তিনি। কেদারনাথ থেকে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের ছবিও শেয়ার করেছিলেন সারা। ওই পোস্টেও ধেয়ে এসেছিল কটাক্ষের ঝড়।

কমেন্টে কখনোই তাঁকে উত্তর দিতে দেখা যায় না।নেতিবাচকতাকে যথা সম্ভব এড়িয়েই চলেন তিনি। মন যেটা চায় তাতেই সাড়া দেন সারা। তিনি মন্তব্য করেছিলেন, মন্দিরে ইতিবাচক এনার্জি অনুভব করতে পারেন। তাই বারবার মন্দির দর্শন করতে ছুটে যান তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর