শিবরাত্রির শুভেচ্ছা জানালেন সারা, নেটিজেনদের প্রশংসা, ধর্মনিরপেক্ষ ভারতের প্রতীক সইফ-কন‍্যা

বাংলাহান্ট ডেস্ক: বরাবরই সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে দেখা গিয়েছে সারা আলি খানকে (Sara Ali Khan)। নামের শেষে খান পদবী থাকলেও মসজিদের পাশাপাশি মন্দিরও দর্শন করেন তিনি। কেদারনাথ থেকে কামাখ‍্যা ধাম বা মহাকালেশ্বর মন্দির সর্বত্রই নিষ্ঠাভরে পুজো দিয়েছেন সারা। মহাদেবের ভক্ত তিনি। তাই মহা শিবরাত্রিতেও শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন।

মধ‍্য প্রদেশের ওমকারেশ্বর মন্দির জ‍্যোতির্লিঙ্গ দর্শনের একটি পুরনো ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন সারা। শিবলিঙ্গের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর কপালে লেপা চন্দন। ছিমছাম সাজে দেখা মিলেছে সারার। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ মহাশিবরাত্রি। জয় ভোলেনাথ!’

hottest moments of sara ali khan to get you through the week 4
প্রতিবারের মতোই সারার এই পোস্ট দেখে ক্ষেপে গিয়েছেন নেটনাগরিকদের একাংশ। মুসলিম ধর্মাবলম্বী হয়ে হিন্দু উৎসব পালন করার জন‍্য রোষের মুখে পড়েন তিনি। কৃতকর্মের জন‍্য তাঁকে পরে জবাবদিহি করতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। যদিও অনেকেই সারার পাশে দাঁড়িয়েছেন। যখনি তিনি হিন্দু ধর্মের প্রতি ভালবাসা দেখান তখনি মৌলবাদীরা ক্ষেপে ওঠেন কেন? প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্নদের।

এর আগে সারা জানিয়েছিলেন, তিনি ধর্মের জন‍্য নয়, বরং আধ‍্যাত্মিক মাহাত্ম‍্যের জন‍্য যান। তিনি শক্তির ভক্ত। সেটা মন্দির থেকেই পান, বা গুরুদ্বারা থেকে কিংবা শুটিং সেটে মানুষের মাঝে। ইতিবাচক শক্তি পছন্দ করেন সারা। তাই কখনো মন্দির, কখনো মসজিদ কখনো গুরুদ্বারায় ঢুঁ মারেন তিনি। অবশ‍্য মন্দির দর্শনের জন‍্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন সারাকে।

https://www.instagram.com/p/CajpdFAPT-d/?utm_medium=copy_link

অভিনেত্রী জানান, যেখানেই তিনি ইতিবাচক শক্তি অনুভব করেন সেখানেই যান। সেটা মন্দির হোক বা মসজিদ হোক কিংবা গুরুদ্বারা। যদিও এর জন‍্য সমালোচনাও কম সইতে হয় না সারাকে, কিন্তু সে সবে বিশেষ পাত্তা দেন না তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর