শুভমান গিল ও সারা টেন্ডুলকারের মধ্যে কে বেশি শিক্ষিত? জানলে অবাক হবেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সারা টেন্ডুলকারকে (Sara Tendulkar) চেনেন না এমন নেটিজেনের সংখ্যা অত্যন্ত কম। যারা তাকে চেনেন না তারা তার মুখমন্ডল দেখলেই একজন কিংবদন্তের ছায়া দেখতে পাবেন। এর কারণ হলো সারা আসলে কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) কন্যা। তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে পেশায় একজন মডেল। টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মিলিয়ে তার কয়েক লক্ষ ফলোয়ার্স রয়েছে।

সারা একজন মডেল হবার পাশাপাশি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই বিষয়ে তিনি স্নাতক, যে খবরটা হয়তো অনেকেই জানেন না। ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে তিনি নিজের পড়াশোনা সেরেছেন। তারপর লন্ডন থেকে নিজের গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন। একজন সেলিব্রিটির কন্যা হয়েও সাধারণত পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকাই পছন্দ করেন সারা।

সম্প্রতি একাধিকবার ভারতীয় দলের তারকা ও তরুণ প্রতিভা, শুভমান গিলের (Shubman Gill) সঙ্গে তার নাম জড়িয়েছে। অনেকেই আশঙ্কা করেছেন সচিনের কন্যা হয়তো এই মুহূর্তে প্রেম করছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটারের সাথে। যদিও এই বিষয়ে স্পষ্ট প্রমাণ কোন পাওয়া যায়নি। শুভমানকে সারার সাথে দেখা গেছে বটে তবে তিনি হলেন বলিউড অভিনেতা সেইফ আলী খানের কন্যা সারা আলি খান। তবে এইসব রটনাকে নিজের জীবনে কোন প্রভাব ফেলতে দেন না সারা।

সম্পর্কের গুজব শোনার পর থেকেই অনেক সাধারন মানুষ শুভমান গিলের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। সারা যেমন গ্র‍্যাজুয়েশন করেছেন লন্ডন থেকে তেমন গিলও কি পড়াশোনায় অতটাই দক্ষ। এক্ষেত্রে খোঁজ নিয়ে দেখা গেছে যে একটি সাধারণ পাঞ্জাবি পরিবারে জন্মেছেন যারা একসময় কৃষিকাজ করে জীবন অতিবাহিত করত।

শুভমান নিজের প্রাথমিক শিক্ষা সেরেছেন মোহালির মানব মঙ্গল স্মার্ট স্কুল থেকে। ক্রিকেট খেলা শুরু করায় লেখাপড়া খুব একটা এগোয়নি। অনেকে বিশ্বাস করেন যে গেল স্নাতকের পড়াশোনা শেষ করেছেন। তবে কি বিষয়ে বা কোথা থেকে এমন কোন তথ্য সঠিকভাবে জানা যায় না? তাই জনপ্রিয়তার দিক দিয়ে তিনি সামান্য এগিয়ে থাকলেও বিদ্যাশিক্ষার দিক দিয়ে হয়তো অনেকটাই এগিয়ে থাকবেন সারা টেন্ডুলকারই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর