কর্মচারীর কাজে সন্তুষ্ট হয়ে তাঁকে বিল্ডিং উপহার দেন আম্বানি! দাম ও বিশেষত্ব জানলে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হলেন বিজনেস টাইকুন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, মোট সম্পদের বিচারে আম্বানি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় একাদশ স্থানে রয়েছেন। এছাড়াও, ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি তিনিই। এমতাবস্থায়, মুকেশ আম্বানি প্রায় প্রতিদিনই তাঁর একাধিক কর্মকান্ডের জেরে খবরের শিরোনামে থাকেন। সর্বোপরি, রাজকীয়ভাবে জীবনযাপন করেন তিনি।

স্বাভাবিকভাবেই, তাঁর দেওয়া উপহারও যে বহুমূল্যের হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমান প্রতিবেদনে আমরা আম্বানির এমন একটি উপহারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জানার পর রীতিমতো চমকে উঠবেন সকলেই। মূলত, আম্বানি তাঁর প্রিয় কর্মচারীকে ওই উপহারটি দেন। যেটি উঠে এসেছে খবরের শিরোনামেও। জানা গিয়েছে, আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মচারী মনোজ মোদীকে ১,৫০০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি উপহার বাবদ দেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মনোজ মোদী হলেন মুকেশের সর্বক্ষণের সঙ্গী। পাশাপাশি, তাঁকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চাণক্যও বলা হয় থাকে।

সমস্ত বিলাসবহুল সুযোগসুবিধা দিয়ে তৈরি করা হয়েছে ওই বাড়িটি। যেটির নাম হল বৃন্দাবন। মুম্বাইয়ে থাকা ২২ তলা বিশিষ্ট এই বাড়িটির সমস্ত আসবাবপত্র ইতালি থেকে আমদানি করা হয়েছে। পাশাপাশি, এই বাংলোটি প্রায় ১.৭ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত রয়েছে। বাড়িটি লিটন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এর অভ্যন্তরীণ ক্ষেত্রটি তালাটি অ্যান্ড পার্টনার্স এল এল পি দ্বারা নির্মিত হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়াও, এই বাড়িটির ছাদের রয়েছে একটি ইনফিনিটি সুইমিং পুল। মূলত, মনোজ মোদীর কর্মদক্ষতা এবং আনুগত্যে সন্তুষ্ট হয়ে ধনকুবের মুকেশ আম্বানি তাঁকে এই প্রাসাদপম বাড়িটি উপহার হিসেবে দিয়েছেন। শুধু তাই নয় মুকেশ এবং নীতা আম্বানি দু’জনে মিলে এই বাড়িটিকে সাজিয়েছেন বলেও জানা যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মোট ২২ তলা এই ভবনের অষ্টম, নবম এবং দশম তলাগুলি সংরক্ষিত রয়েছে বিনোদনের জন্য। পাশাপাশি, সেখানে রয়েছে অত্যাধুনিক ক্রীড়াক্ষেত্র, স্পা, পার্টি রুম এবং একটি থিয়েটার। যেখানে ৫০ জন একই সাথে বসে সিনেমা দেখতে পারেন। এছাড়াও, বাড়িটির সপ্তম তলাটি বরাদ্দ রয়েছে পার্কিংয়ের জন্য।

manoj modi house

সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, সমগ্ৰ বাড়িটিকে সুরক্ষিত রাখার জন্য হাইটেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেটির নকশা করেছে ইজরাইলের একটি কোম্পানি। এই বিশেষ ব্যবস্থাটি পুরো মোদী পরিবারকে যেকোনো পরিস্থিতিতে নিরাপদে রাখবে। উল্লেখ্য যে, ওই বাড়িটির মধ্যেই রয়েছে মনোজ মোদীর অফিস। পাশাপাশি, ১৫ তলায় রয়েছে মেডিক্যাল সেটআপ। যেখানে রয়েছে ICU-এর সুবিধাও। বৃন্দাবনের ১৯ এবং ২১ তলায় রয়েছে পেন্টহাউস। যেখানে মনোজ মোদী স্বপরিবারে থাকেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর