শনিবারেই কেন আগুন লাগে শহরে! তদন্তে উঠে এল কোনো বিশেষ কারণ?

বাংলা হান্ট ডেস্ক :‌একটি ঘটনা ১২ জানুয়ারি ২০০৮। পুড়ে ছাই নন্দরাম মার্কেট।১৬ই সেপ্টেম্বর ২০১৮। ভস্মীভূত বাগড়ি মার্কেট। ১৯ জানুয়ারি ২০১৯। ভয়াবহ অগ্নিকাণ্ড গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলিতে। ১৩ জুলাই, ২০১৯। ফের আগুন নন্দরাম মার্কেটে। অগ্নিকাণ্ডের তারিখগুলো আলাদা। মিলটা হল প্রত্যেকটা দিনই ছিল শনিবার। প্রশ্ন উঠতেই পারে কেন বেছে বেছে শনিবারই আগুন লাগে কলকাতার বড় বাজার অথবা দোকানগুলোতে? ঘটনাটা কী নেহাতই কাকতালীয়?

খতিয়ে দেখে জানা যায় বাজারগুলো শনিবার সন্ধের পর থেকে বন্ধ হয় আর খোলে সোমবার। মাঝের প্রায় দেড়-দু’দিন ফাঁকা পড়ে থাকে বাড়িগুলো। কাজ করতে গিয়ে দেখেছি, কেউ এসি বন্ধ করতে ভুলে বাড়ি চলে গেছেন। কেউ লাইট জ্বালিয়ে রেখে শনিবার বেরিয়ে গেছেন। একটানা এসি বা লাইট জ্বললে সেখান থেকে উত্তাপ তৈরি হয়। চলতি বছরের শুরুতে যেমন গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলিতে আগুন লাগে তেমনই ২০১৮ সেপ্টেম্বরে ব্যস্ত বাগড়ি মার্কেটে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল বিপুল। ঘিঞ্জি বাগড়ি মার্কেটেও শটসার্কিট থেকেই আগুন লেগেছিল বলে দমকল কর্মীরা জানিয়েছিলেন।এসব ঘটনার পর এবার চূড়ান্ত সতর্কতা প্রয়োজন শহরে।

সম্পর্কিত খবর