বাংলা হান্ট ডেস্কঃ আম্বেদকার (B. R. Ambedkar) ইস্যুতে গতকাল একেবারে হুলস্থূল কান্ড বেঁধেছিল সংসদ চত্বরে। সম্প্রতি আম্বেদকারকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা দাবি করার পাশাপাশি অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বিরোধী পক্ষ।
এই আম্বেদকর ইস্যুতেই গতকাল সংসদ চত্বরে মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন কংগ্রেস (Congress) প্রার্থীরা। সেখানেই উপস্থিত হন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ওই বিক্ষোভ চলাকালীনই আচমকা উত্তপ্ত বাক্য বিনিময়ে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। তর্কাতর্কি থেকেই বিজেপির (BJP) সাথে কংগ্রেসের ধস্তাধস্তির জেরে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। যা থেকে মুহূর্তের মধ্যে ঘটে যায় রক্তারক্তি কান্ড।
অভিযোগ ওঠে বর্ষীয়ান বিজেপি সাংসদকে ধাক্কা দিয়েছেন রাহুল গান্ধী। যা মুহূর্তের মধ্যেই ঘৃতাহুতির কাজ করে। এই ঘটনার পর বিজেপি সাংসদদের তরফে অভিযোগ করা হয়েছিল রাহুল গান্ধী ধাক্কা দেওয়াতে রক্ত ঝরেছে বালাসোরের বিজেপি সংসদ প্রতাপ সারেঙ্গীর। পদ্ম শিবিরের দাবি, কথা-কাটাকাটির সময় রাহুল গান্ধী এদিন আচমকাই ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা দিয়েছিলেন। তখনই তিনি টাল সামলাতে না পেরে পাশে থাকা প্রতাপ সারেঙ্গীর গায়ের ওপর পড়ে যান। আর এই ধাক্কাধাক্কিতে তারা দুজনেই আহত হয়ে ভর্তি হন হাসপাতালে।
অন্যদিকে কংগ্রেসের তরফে দাবি করা হয় মকর দ্বারের সামনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন বিজেপির তরফে তাঁদের বাঁধা দেওয়া হয়েছিল। এমনকি ওই সময় নাকি প্রিয়াঙ্কা গান্ধীর উদ্দেশ্যে কটুক্তিও করেছিলেন বিজেপি সাংসদরা। আর তখনই রাহুল গান্ধীর সাথে বিজেপির সাংসদদের তর্কাতর্কি বেঁধে গিয়েছিল। এই ঘটনার পর গতকাল রাহুল গান্ধী প্রতাপ সারেঙ্গীর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন।
আরও পড়ুন: বাড়ানো হোক গরমের ছুটি! শিক্ষকদের দাবি মেনে তালিকা বদলাবে পশ্চিমবঙ্গ সরকার?
BJP সাংসদকে ধাক্কা মারায় রাহুলকে তোপ সৌমিত্র খাঁ’র (Saumitra Khan)
গতকাল সংসদ চত্বরে বর্ষীয়ান বিজেপি সাংসদকে রাহুল গান্ধীর ধাক্কা দেওয়ার এই ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। এদিন প্রকাশ্যে রাহুল গান্ধীর নাম করেই সংবাদমাধ্যমে সৌমিত্র খাঁ বলেছেন, ‘রাহুল গান্ধী আক্রোশে পড়ে মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি রাজনীতি বোঝেন না, রাজনীতিতে সময় দেন না। দাদাগিরি করে গায়ের জোর দেখিয়ে একজন সিনিয়র সাংসদ কে আহত করেছেন।
গোটা বিষয়টিকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে এদিন রাহুল গান্ধীকে একহাত নিয়ে সৌমিত্র খাঁ (Saumitra Khan) বলেন, ‘কংগ্রেস দেশের জন্য কি করেছে? এটা রাহুল গান্ধীকে ভাবতে হবে। তাই তাঁর যদি ভালো না লাগে প্রয়োজন নেই। জোর করে, দাদাগিরি করে কখনও সরকার পাওয়া যায় না।’