নির্বাচনী প্রচারে গিয়ে একেবারে ‘ঘরের মেয়ে’ সায়নী, জমিয়ে বসে শিখলেন ‘দিদা স্পেশাল পুদিনার চাটনি’

বাংলাহান্ট ডেস্ক: আসানসোল (asansol) দক্ষিণে তৃণমূলের (tmc) হয়ে তারকা প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ (sayani ghosh)। প্রার্থী তালিকা ঘোষনা হওয়ার দিনই নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্রে যাওয়ার জন‍্য উদগ্রীব হয়ে উঠেছিলেন তিনি। গত রবিবারই আসানসোল পৌঁছে যান সায়নী।

জোর কদমে প্রচারে নেমে পড়েছেন সায়নী। কার্যত সকলের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তিনি। সকলের সঙ্গে বসে মুড়ি চপ খেতেও দেখা যায় সায়নিকে। বয়স্ক থেকে ছোটরা, সকলের সঙ্গেই হাসি মুখে মিশে গিয়েছেন সায়নী। প্রচারের সমস্ত ছবি ভিডিওই নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।

FB IMG 1615553749601

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, সেখানে দিদার কাছে বসে স্পেশাল পুদিনার চাটনির রেসিপি শিখতে দেখা গিয়েছে তাঁকে। আসলে প্রচারের কাজে ঘুরতে ঘুরতে ওই দিদার বাড়িতে এসে পৌঁছান সায়নী। পুদিনার চাটনি বাটা হচ্ছে দেখে তিনিও বসে যান পাশে। ঘরের মেয়ের মতোই আদুরে গলায় জিজ্ঞাসা করেন কি কি দেওয়া হচ্ছে চাটনিতে। নিজে বানাবেন বলে রেসিপিও জেনে নেন দিদার থেকে। ভিডিওর ক‍্যাপশনে লিখেছেন, ‘দিদা স্পেশাল পুদিনার চাটনি।’

https://twitter.com/sayani06/status/1369945050730270721?s=19

গত মঙ্গলবার নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের অধীনে বার্ণপুরে ভোট প্রচারে গিয়েছিলেন সায়নী। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে বার্ণপুর থেকে ত্রিবেণীর মোড় পর্যন্ত মিছিল করেন সায়নী।

https://www.facebook.com/506937955992755/posts/4212078412145339/

মিছিল শেষে বিবেকানন্দর মূর্তিতে মাল‍্যদান করেন অভিনেত্রী। এই ঘটনাকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সায়নী হিন্দু ধর্মাবেগে আঘাত করেছেন। তাই তাঁর বিবেকানন্দর মূর্তিতে মালা দেওয়ার অধিকার নেই, এমনি দাবি তোলেন তারা।

https://www.facebook.com/506937955992755/posts/4213431622010018/

তাছাড়া মূর্তিতে তালা ঝোলানো থাকা সত্ত্বেও সায়নী ভেতরে কিভাবে ঢুকলেন? প্রশ্ন তোলে বিজেপি। তাদের অভিযোগ পুলিসই তালা খুলে ভেতরে ঢুকতে সাহায‍্য করেছে সায়নীকে। উপরন্তু পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও আনে বিজেপি।

পরে সায়নীর দেওয়া মালা খুলে মূর্তি ধুয়ে ফেলে শুদ্ধও করে বিজেপি। তবে এই বিষয়ে সায়নীর সাফ জবাব, ‘বিবেকানন্দ কারোর বাপের সম্পত্তি নয়। যে কেউ তাতে মালা দিতে পারে।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর