আর নেই চিন্তা! গ্রাহকদের জন্য বিরাট পরিকল্পনা SBI-র, জানলে উঠবেন চমকে

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল SBI (State Bank Of India)। সমগ্র দেশজুড়েই এই ব্যাঙ্কের অসংখ্য ব্রাঞ্চ এবং ATM রয়েছে। শুধু তাই নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যাও। যার পরিপ্রেক্ষিতে ব্রাঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এই ব্যাঙ্কের তরফে। গত অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী, SBI ১৩৭ টি ব্রাঞ্চ খুলেছিল। যার মধ্যে গ্রামীণ এলাকায় ছিল ৫৯ টি ব্রাঞ্চ।

SBI (State Bank Of India)-র বড় পরিকল্পনা:

এদিকে, ২০২৪ সালের মার্চ মাস নাগাদ সারাদেশে SBI (State Bank Of India)-র ২২,৫৪২ টি ব্রাঞ্চ চালু ছিল। এছাড়াও ৬৫,০০০ ATM এবং ৮৫,০০০ ব্যবসায়িক সংবাদদাতা রয়েছে। জানিয়ে রাখি যে, SBI চলতি অর্থবর্ষ অর্থাৎ, ২০২৪-২৫-এ ৬০০ টি নতুন ব্যাঙ্কের শাখা খোলার পরিকল্পনা করছে। এই পরিকল্পনার মাধ্যমে, উন্নয়নশীল হাউজিং টাউনশিপ এবং সোসাইটিতে বসবাসকারী বাসিন্দাদের তাঁদের অ্যাপার্টমেন্টের কাছেই SBI ব্রাঞ্চের সুবিধা প্রদান করা হবে।

State Bank Of India is taking big steps for customers.

কি জানিয়েছেন SBI চেয়ারম্যান: এই প্রসঙ্গে SBI (State Bank Of India)-র চেয়ারম্যান চল্লা শ্রীনিবাসুলু শেট্টি জানিয়েছেন, “আমাদের কাছে ব্রাঞ্চ সম্প্রসারণের জন্য শক্তি পরিকল্পনা রয়েছে। এটি প্রধানত উদীয়মান এলাকাগুলিতে ফোকাস করবে। বহু আবাসিক কলোনি এখনও আমাদের দ্বারা কভার করা নেই।”

আরও পড়ুন: মিলবে না রেহাই! এবার ঘোর বিপদে মহম্মদ আজহারউদ্দিন, তলব করল ED

তিনি আরও জানান, “আমরা চলতি বছরে প্রায় ৬০০ টি SBI (State Bank Of India)-র ব্রাঞ্চ খোলার লক্ষ্য নিয়েছি এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করছি। আমরা প্রায় ৫০ কোটি গ্রাহকদের পরিষেবা দিই এবং এটা বলতে গর্বিত যে আমরা প্রত্যেক ভারতীয় এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, প্রতিটি ভারতীয় পরিবারের ব্যাঙ্কার।”

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজে পাননি খেলার সুযোগ! এবার দুর্ধর্ষ ডাবল সেঞ্চুরি করে সবাইকে চমকে দিলেন ভারতের এই প্লেয়ার

SBI চেয়ারম্যান চল্লা শ্রীনিবাসুলু শেট্টি আরও জানান যে “এখনও কিছু কলোনি রয়েছে যেখানে SBI (State Bank Of India)-এর পরিষেবা পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে, SBI-এর এই নতুন প্রকল্পের উদ্দেশ্য হল এই ধরণের কলোনিগুলিকে কভার করা।” প্রসঙ্গত উল্লেখ্য, SBI বর্তমানে শুধুমাত্র দেশের বৃহত্তম ব্যাঙ্ক নয় বরং, এটি মুনাফা অর্জনেও এগিয়ে রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে SBI-এর স্ট্যান্ডঅ্যালোন প্রফিটের পরিমাণ ছিল ৬১,০৭৭ কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর