বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সুপ্রিম ধাক্কা, প্রাথমিক চাকরি বাতিলে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে দেওয়া বিচারপতির দুটি রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর বেঞ্চে আগামীকাল অর্থাৎ ১২ এপ্রিল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই মামলারও শুনানি হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের ফলে আপাতত স্বস্তিতে রাজ্যের প্রায় ২০০ জন চাকরিহারা প্রাথমিক শিক্ষক। এরই মধ্যে এবার ১৮৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন তার উপর জারি করা হল স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট।

দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বর ও ২৩ এর জানুয়ারিতে তিন দফায় ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শূন্যপদে দ্রুত নতুন নিয়োগের নির্দেশও দিয়েছিল আদালত। হাইকোর্টের এই নির্দেশ গুলিকে চ্যালেঞ্জ করে চাকরিহারা শিক্ষকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

justice ganguly

তখন সুপ্রিম কোর্ট তাদের কলকাতা হাই কোর্টের কাছে নিজেদের বক্তব্য রাখার নির্দেশ দিলেও আদালতে নিজেদের নিয়োগের স্বচ্ছতা প্রমাণ করতে ব্যর্থ হন তারা। যার দরুন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদের চাকরি বাতিলের সিদ্ধান্তই ফের বহাল রাখেন। তবে পিছপা হননি চাকরিহারা শিক্ষিকেরা। নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা।

এরপরই এদিন শুনানিতে জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্ট ১৮৪ জনের চাকরি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করা হল। অন্যদিকে, পূর্বেই শীর্ষ আদালত এইসব পদে নতুন নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে। ফলে ওই শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়ল এমনটাই মনে করছেন আইনজীবীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর