স্কুল বাঁচাতে রাজ্যের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : ভগ্নপ্রায় দশা প্রাথমিক স্কুলের (Primary School)। হুগলির (Hooghly) ওই বিদ্যালয়ের ‘দুরবস্থা’ দেখে রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) দায়ের করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। জানা যাচ্ছে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমে বিদ্যালয়টির ছবি সহ খবর প্রকাশ করে। তা দেখেই বিচারপতি বলেন, ‘স্কুলের যা অবস্থা তাতে তো ছাত্র-শিক্ষকদের জীবন বিপদে পড়বে! আদালত এটা হতে কোনও ভাবেই হতে দিতে পারে না।’

যে বিদ্যালয়টি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন, সেটি হুগলির জিরাট গ্রাম পঞ্চায়েতের চক খয়েরাবাড়ি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। সেই গঙ্গার গ্রাসেই পাড় ভেঙে এখন বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে ওই বিদ্যালয়। ক্ষতিগ্রস্ত হয়েছে ভিতের পাশের মাটিও।

জানা যাচ্ছে বিদ্যালয়ে নিয়মিত ৫০ জন ছাত্র পড়তে আসে। এর পাশাপাশি রয়েছেন শিক্ষক এবং শিক্ষা কর্মীরাও। ভয়ংকর এই অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিন দফা নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে শিক্ষা দফতরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দেন। হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান এবং সেখানকার পঞ্চায়েত প্রধানকেও ডেকে পাঠিয়েছেন আদালতে। বুধবার তাঁদের আদালতে এসে জানাতে হবে, বিদ্যালয়ের এই ক্ষতির জন্য দায়ি কে? এই ক্ষতি রোধ করতে কী কী পদক্ষেপ করেছেন তাঁরা। জানা যাচ্ছে মামলাটির খতিয়ে দেখার জন্য কলকাতা আদালত আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে বিশেষ আধিকারিক হিসেবেও নিয়োগ করেছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর