একটি নয়, বিজ্ঞানীরা এবার খুঁজে পেলেন ২ টি “পৃথিবী”! সামনে এল অবাক করা তথ্য

বাংলা হান্ট ডেস্ক: মহাবিশ্বের রহস্য উদঘাটনের জন্য বছরের পর বছর ধরে বিভিন্ন গবেষণায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা (Scientists)। পাশাপাশি, বর্তমানে আবার জীবনধারণের জন্য পৃথিবীর মতো উপযুক্ত আর কোনো গ্রহ রয়েছে কি না সেই বিষয়েও সন্ধান চালাচ্ছেন তাঁরা। এমতাবস্থায়, এবার সামনে এল একটি অবাক করা তথ্য। জানা গিয়েছে, বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর মতো ২ টি “সুপার-আর্থ” এক্সোপ্ল্যানেট (Exoplanet) আবিষ্কার করেছেন।

শুধু তাই নয়, তারা তাদের সূর্যকে এমন একটি ক্ষেত্রে প্রদক্ষিণ করছে যা জীবনধারণের জন্য তথা বসবাসের ক্ষেত্রে উপযুক্ত হতে পারে। ওই দুই এক্সোপ্ল্যানেট আমাদের গ্রহের চেয়ে সামান্য বড় এবং একটি লাল বামন নক্ষত্রকে (Red Dwarf Star) প্রদক্ষিণ করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সূর্য ব্যতীত অন্যান্য নক্ষত্রের চারপাশে যে গ্রহগুলি প্রদক্ষিণ করে তাদের বলা হয় এক্সোপ্ল্যানেট।

এই আবিষ্কার সম্পর্কিত তথ্য arXiv-এ প্রকাশিত হয়েছে। জানা গেছে যে, দু’টি এক্সোপ্ল্যানেটই নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) দ্বারা দেখা গেছে। যখন গ্রহগুলি পর্যবেক্ষণ করা হয়েছিল, তখন তারা তাদের নক্ষত্রকে অতিক্রম করছিল। যেটিকে TOI-2095 নামে অভিহিত করা হচ্ছে। এই নক্ষত্রটি আমাদের সৌরজগত থেকে প্রায় ১৩৭ আলোকবর্ষ দূরে রয়েছে। ওই নক্ষত্রটি অতিক্রম করার সময়ে সেটির আলো কমে গিয়েছিল। এইভাবেই গ্রহের উপস্থিতি ও তাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়।

উল্লেখ্য যে, TOI-2095 আমাদের সূর্যের চেয়ে কম উষ্ণ। তা সত্বেও এটি থেকে অতিবেগুনি রশ্মি এবং এক্স-রে বিকিরণ নির্গত হতে পারে। এটি ওই নক্ষত্রকে প্রদক্ষিণ করা নিকটস্থ গ্রহগুলির বায়ুমণ্ডলকেও প্রভাবিত করে। তবে, পৃথিবীর মতো ওই দু’টি গ্রহের বায়ুমণ্ডল জীবনের জন্য কতটা অনুকূল তা বিজ্ঞানীরা এখনও জানতে পারেননি।

8388 20030728 marsclose02 web

যদিও, এটি জানা গিয়েছে যে, ওই উভয় গ্রহ তাদের নক্ষত্রের এমন ক্ষেত্রে প্রদক্ষিণ করে যা বাসযোগ্য হতে পারে। ওই গ্রহগুলির নাম দেওয়া হয়েছে TOI-2095 b এবং TOI-2095 c। এমন পরিস্থিতিতে আরও অনুসন্ধানে জানা যাবে, এই মহাবিশ্বে পৃথিবীর মতো আর কোনো গ্রহ সত্যিই রয়েছে কি না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, TOI-2095b নামের গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে ১.৩৯ গুণ বেশি চওড়া। এটি মাত্র ১৭.৭ দিনে তার নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। এদিকে, TOI-2095 c নামের দ্বিতীয় গ্রহটি তার নক্ষত্র থেকে কিছুটা দূরে রয়েছে। পাশাপাশি, সেটি ২৮.২ দিনে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করে। গবেষকরা জানিয়েছেন, এই গ্রহগুলির তাপমাত্রা ২৪ থেকে ৭৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর