সংস্কারের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! দেখুন কবে, কখন কাজ হবে এই গুরুত্বপূর্ণ ব্রিজে

বাংলাহান্ট ডেস্ক : রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই সম্পূর্ণরূপে বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল নিষিদ্ধ থাকবে শনিবার ভোর রাত ১ টা থেকে ৩ টে পর্যন্ত। সেতু বন্ধের নির্দেশ যৌথভাবে জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ এবং এইচআরবিসি।

বিদ্যাসাগর সেতুর সংস্কারের পাশাপাশি ডিসেম্বর মাস থেকে শুরু হয় সেতু বেঁধে রাখার ইস্পাত ফাইবার বদলানোর কাজ। ধাপে ধাপে এই ইস্পাত ফাইবার বদলানোর কাজ চলছে বিদ্যাসাগর সেতুতে। এই কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।

আরোও পড়ুন : “যে যা পারে বলুক, আমি যাবই” রাম মন্দির নিয়ে মুখ খুলে বিরোধীদের ধুয়ে দিলেন হরভজন

বেশ কিছুদিন ধরেই বিদ্যাসাগর সেতুর বদলে ঘুর পথে নিবেদিতা সেতু ধরে বেশ কিছু পণ্যবাহী যান চলাচল করছে। এই আবহে বিদ্যাসাগর সেতু এবার দু’ঘণ্টার জন্য বন্ধ করা হচ্ছে আজ। বিদ্যাসাগর সেতু এইভাবেই গত মাসের তৃতীয় সপ্তাহে দু’ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। HRBC অনেক আগেই জানিয়ে দিয়েছিল সেতুর সংস্কার কাজ চলাকালীন সময়ে এইভাবে মোট আটবার সেতু বন্ধ রাখা হবে।

আরোও পড়ুন: অযোধ্যার সাথে মিশে গেল বাংলাও! বাঙালি শিল্পীর হাজার মূর্তিতে সাজবে রামমন্দির ‘করিডর

৮২২.৯৬ মিটার দীর্ঘ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ভারতের দীর্ঘতম ঝুলন্ত (কেবল-স্টেইড) সেতু এবং এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির মধ্যে অন্যতম। ৩৮৮ কোটি টাকা খরচ করে এই সেতুটি নির্মাণ করা হয়। হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নির্মিত এই সেতু উদ্বোধন হয় ১৯৯২ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর।

vidyasagar setu 2v

মূলত কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ আরো মসৃণ করতে এই দ্বিতীয় হুগলি সেতু নির্মাণ করা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতু মূলত একটি টোল সেতু। এই সেতু নির্মাণের পর হাওড়া ও কলকাতার মধ্যে যান চলাচলের ব্যাপক পরিবর্তন ঘটে। তাই দ্বিতীয় হুগলি সেতু কোনও কারণে বন্ধ থাকলে সৃষ্টি হয় ব্যাপক সমস্যার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর