পাকিস্তানের সম্মান রক্ষার্থে প্ল্যান বানালো PCB, কোনওমতেই বাতিল হতে দেবে না ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ও তিনটি ওয়ান ডে সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাকিস্তানি ক্রিকেটের জন্য এই সফর অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে এই সিরিজ একটা বড় সুযোগ দেশের দুর্নাম ঘোচানোর জন্য। ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করেছে কিছুদিন আগেই। পাকিস্তানের পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে।

pcb 1

করাচি পুলিশ ১৩ ডিসেম্বর থেকে করাচির জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে সিরিজের জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। দ্য নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট সেই দেশের উপরমহল। পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সবসময়ই সফরকারী দলের ম্যানেজমেন্ট শঙ্কায় থাকে। বৃহস্পতিবার সিন্ধু বয়েজ স্কাউটস অডিটোরিয়ামে ইন্সপেক্টর জেনারেল ইমরান ইয়াকুব মিনহাসের সভাপতিত্বে এক সভায় গোটা সিরিজে সুরক্ষা জনিত পরিকল্পনাগুলি তৈরি করা হয়।

করাচি পুলিশের ১৩ জন সিনিয়র অফিসার, ৩১৫ এনজিও, ৩৮২২ জন কনস্টেবল এবং হেড কনস্টেবল, ৫০ জন মহিলা পুলিশ কর্মী, র‌্যাপিড রেসপন্স ফোর্সের ৫০০ জন এবং ৮৮৯ জন কমান্ডো সহ মোট ৪৬ জন ডিএসপি নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, করাচি ট্রাফিক পুলিশও সব জায়গায় উপস্থিত থাকবে। জাতীয় স্টেডিয়াম ও হোটেলে বিশেষ শাখার কর্মকর্তাদের মোতায়েন করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ টিম প্রস্তুত থাকবে।

২০০৯ সালে, পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসবাদীদের হামলা হয়েছিল। এরপর দীর্ঘ দিন পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ধীরে ধীরে দলগুলো পাকিস্তান সফর শুরু করে। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর বাতিলের কারণে আবারও প্রশ্নচিহ্ন উঠেছিল পিসিবির ভূমিকা নিয়ে। এখন ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর বোর্ডের পাশাপাশি ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে। ওয়েস্ট ইন্ডিজ দল বৃহস্পতিবার করাচিতে পৌঁছেছিল যেখানে তাদের করোনা পরীক্ষা হয়েছিল। এখন খেলোয়াড়দের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। করাচির জাতীয় স্টেডিয়ামে ১৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর