প্রয়াত বাবরি মসজিদ অ্যাকশন কমিটির নেতা জাফরইয়াব জিলানি, শোকের ছায়া আইনজীবী মহলে

‌বাংলাহান্ট ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন আইনজীবী জাফরইয়াব জিলানি। বর্ষিয়ান এই আইনজীবী আজীবন লড়াই করেছেন বাবরি মসজিদ রক্ষা করতে। ৭৩ বছর বয়সে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। জাফরইয়াব জিলানি (Zafaryab Jilani) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ২০২১ সালে। বুধবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সক্রিয় সদস্য ছিলেন ১৯৮৬ সাল থেকে। সেক্রেটারি ছিলেন অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের (All India Muslim Law Board)। ফজিয়াবাদ জেলা বিচারকের নির্দেশে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠিত হয় ১৯৮৬ সালে। হিন্দুত্বের বদলে বাবরি মসজিদ রক্ষার্থে গঠিত করা হয় এই কমিটি। জিলানি এই কমিটির আহ্বায়ক পদে নিযুক্ত হন।

এরপর দীর্ঘদিন তিনি লড়াই করেছেন বাবরি মসজিদ রক্ষার জন্য। যদিও বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় ১৯৯২ সালে। তারপর থেকে বাবরি মসজিদ সংক্রান্ত একাধিক মামলায় আদালতে তিনি লড়াই করেছেন। রাম জন্মভূমি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে লড়েছেন জিলানি। এই প্রবীন আইনজীবী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদেও বেশ কিছু দিন ছিলেন।

जफरयाब जिलानी

সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের বিরুদ্ধে রায় ঘোষণা করে ২০১৯ সালে। যদিও আজীবন বাবরি মসজিদের হয়ে লড়াই করার জন্য নিজেকে গর্বিত বোধ করতেন এই আইনজীবী। আইনজীবীর পরিবার সূত্রে খবর, লখনউয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিলানি। জিলানির স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার বিকেলেই আইনজীবীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর