মুম্বাইতে আনা হচ্ছে পন্থকে, তারকা ক্রিকেটারের প্রতি এই বিশেষ বার্তা দিলেন শাহরুখ খান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নতুন বছর আরম্ভ হওয়ার দুই দিন আগেই ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভারতীয় উইকেটরক্ষক। মারাত্মক কোন আঘাত না লাগলেও যেটুকু ক্ষতি হয়েছে শরীরের তাও একেবারেই হেলাফেলা করার মত নয়। আজই পাওয়া খবর অনুযায়ী তাকে বিমানে করে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে মুম্বাইতে (Mumbai)।

কিন্তু কেন এমন চটজলদি সিদ্ধান্ত নেওয়া হল তারকা ভারতে উইকেট রক্ষককে নিয়ে। বিসিসিআই (BCCI) জানিয়েছে, “রিশভ পন্থের লিগামেন্টে অতি দ্রুত অস্ত্রোপচার করা দরকার। বিসিসিআইয়ের নিজস্ব মেডিক্যাল টিম তাকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বোর্ডের তরফ থেকে তাকে সব রকম ভাবে সাহায্য করার অঙ্গীকার করা হচ্ছে এবং এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল।”

এই অবস্থায় থাকা ভারতীয় উইকেটরক্ষককে এবার শুভকামনা জানালেন বলিউডের (Bollywood) সবচেয়ে বড় তারকা শাহরুখ খান (Shah Rukh Khan)। এক ভক্ত টুইটারে তাকে রিশভ পন্থের আরোগ্য কামনা করতে বললে কিং খান লেখেন, “ইনশাআল্লাহ, ও খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ও খুবই শক্ত মনের মানুষ, ও একজন যোদ্ধা” বলাই বাহুল্য শাহরুখের এই মন্তব্যে অত্যন্ত খুশি হয়েছেন তার অনুরাগীরা।

srk tweet

পন্থের হাঁটু ও গোড়ালির চোটের এমআরআই স্ক্যান এখনও করা হয়নি। তবে ইতিমধ্যেই বিসিসিআই-এর তালিকাভুক্ত চিকিৎসক এবং দেরাদুনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের মধ্যে দুই-তিন দফা বৈঠক হয়েছে। বৈঠকের পর ঠিক হয়েছে যে তার দ্রুত চিকিৎসা দরকার। তাই তাকে মুম্বাই নিয়ে আসা হচ্ছে।

চোটের জন্য রিশভ পন্থকে মোটামুটি চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকবেন না তিনি এবং সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও তাকে খেলতে দেখা যাবে না। তাকে ঠিক কবে মাঠে দেখা যাবে এই নিয়ে এখনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর