ব্যাটে বলে দুরন্ত শাহবাজ, টানা দুই ম্যাচ জিতে নক-আউটে প্রায় নিশ্চিত বাংলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একটি ম্যাচ, আরও একটি দুরন্ত জয়। পরপর দুটি ম্যাচ জিতে রঞ্জি ট্রফির নক আউটে পৌঁছনোর রাস্তা মসৃণ করল বাংলা। বরোদার পর হায়দরাবাদকে হারিয়ে ২ ম্যাচে ১২ পয়েন্ট তুলে নিল অরুণ লালের দল। এলিট গ্রুপ বি-তে শীর্ষে চলে এল অভিষেক পোড়েলরা। গ্রূপের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাকে মুখোমুখি হতে হবে চণ্ডীগড়ের। তার আগে বেশ কিছুটা স্বস্তিতে ভারত।

প্রথম ইনিংসে অভিষেক পোড়েল এবং শাহবাজ আহমেদের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ২৪২ রাজ করেছিল বাংলা। এরপর হায়দরাবাদকে ২০১ রানে অল-আউট করে তৃতীয় ইনিংসে ২০৫ রান তুলেছিল বাংলা। শনিবার ও রবিবার বাংলার দুরন্ত বোলিংয়ের দৌলতে হায়দরাবাদকে ৭২ রানে হারতে হয়। ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপরা দুরন্ত বোলিং করেন।

রবিবার জয়ের জন্য বাংলার বোলিং ব্রিগেডের ওপর নজর ছিল ভক্তদের। শনিবার শেষ বেলায় তিন উইকেট তুলে বাংলাকে এডভান্টেজ দিয়েছিলেন তিন পেসার। রবিবার প্রথম বলেই উইকেট নেন আকাশদীপ। এর পর তিলক বর্মা এবং প্রতীক রেড্ডি বাংলার কাজটা কঠিন করে তুলছিলেন। দুজনে মিলে ৪২ রানের জুটি গড়েন। কিন্তু এই ম্যাচের নায়ক শাহবাজ আহমেদ সেই জুটি ভেঙে দেন। নিজের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে বাংলা দলের সম্পদ হয়ে উঠেছেন এই অলরাউন্ডার।

Shahbaz Ahmed

বাকি পাঁচ উইকেট নিতে বেশি বেগ পেতে হয়নি ঈশান পোড়েল-দের। চা-বিরতির আগেই ম্যাচ জিতে নেয় বাংলা। বাংলার হয়ে দ্বিতীয় ইনিংসে আকাশ দীপ নিয়েছেন চার উইকেট। শাহবাজ আহমেদ পেয়েছেন তিনটি উইকেট। দুই উইকেট পেয়েছেন মুকেশ এবং একটি উইকেট নিয়েছেন ঈশান পোড়েল। ২৪৬ রান তাড়া করতে নেমে ১৬৬ রানে শেষ হয় হায়দরাবাদের দ্বিতীয় ইনিংস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর