“ফর্ম থাকতে থাকতেই অবসর নিয়ে নাও”, কোহলিকে বার্তা আফ্রিদির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বিরাট কোহলির বয়স হলো ৩৩। সচীন, ধোনি দ্রাবিড়ের দৃষ্টান্ত অনুসরণ করলে আরো ৪-৫ বছর ক্রিকেট খেলে তবেই হয়তো ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় অধিনায়ক। ছেয়ে দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর সেই খারাপ সময় কাটিয়ে নিজের সেরা ছন্দে ফিরেছেন বিরাট।

এক গত এক বছরের মধ্যে বিরাট কোহলি তিনটি ফরমেটের অধিনায়কত্ব কোন ক্ষেত্রে ছেড়েছেন আবার কোন ক্ষেত্রে হারিয়েছেন। তিনি ভারতীয় দলের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হয়েছেন। বর্তমান ভারতীয় দলের হিসাবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আরও চার-পাঁচ বছর ক্রিকেট খেলার পর অনেক রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি এমনটা মনে করেন বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞই।

virat kohli 71st

এবার বিরাট কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের নিজে অবসর নেওয়ার ব্যাপারে অত্যন্ত গড়িমসি করতেন। তিনিই এবার বিরাট কোহলি কে পর সংক্রান্ত পরামর্শ দিতে এসেছেন দেখে অনেক ক্রিকেটভক্ত ব্যাপারটি নিয়ে ব্যাঙ্গের ছলে নানান রকম মন্তব্য করছেন।

আফ্রিদি কোহলির অবসর প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, “কোহলি এই বয়সে তিনটে ফরম্যাটে সমান তালে খেলে আসছে। আমার মনে হয় আর কিছুদিনের মধ্যেই ও একটা ফরম্যাট ছেড়ে দিতে বাধ্য হবে। তিনটে ফরম্যাটের চাপ সামলানো ওর পক্ষে সম্ভব নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ও চব্বিশ হাজারের কাছাকাছি রান করেছে। ওর আর নতুন করে কিই বা পাওয়ার আছে। কিছুদিন আগেই ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যেমনটা করেছেন তেমনটাই হয়তো ওকেও করতে হবে।”

যদিও উপমহাদেশের ক্রিকেটাররা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অবসর নেওয়ার ক্ষেত্রে বাকি অন্যান্য SENA দেশগুলির ক্রিকেটারের থেকে ব্যতিক্রমী আচরণ বজায় রাখেন। কিন্তু আফ্রিদি জানিয়েছেন, “বিরাট কোহলি প্রথমে কিছুদিন স্ট্রাগল করে তারপর ওর আন্তর্জাতিক ক্যারিয়ার যেভাবে শুরু করেছিল সেটা এককথায় দুর্দান্ত। তবে আমার মনে হয় সেই সময়ে দল থেকে বেরিয়ে যাওয়া ভালো যখন আপনি নিজের ফর্মের তুঙ্গে রয়েছেন। তাতে লোকে আপনার খারাপ অবস্থা টা দেখতে পাবে না।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর