নিখোঁজ শাহজাহান এখনও অধরা, দ্বিতীয় তলবকেও অগ্রাহ্য করল তৃণমূল নেতা, কড়া পদক্ষেপ ইডি-র

বাংলা হান্ট ডেস্ক : সন্দেশাখালিতে (Sandeshkhali) ইডি (Enforcement Directorate) পেটানোর পর দু’দুবার তলব এড়ালেন শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। প্রথমবার বাড়ির দেওয়ালে নোটিশ টাঙিয়ে দিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা। একপ্রকার অদেখা করেই সেই নোটিশকে অগ্রাহ্য করেছিলেন তিনি। দ্বিতীয়বার শাহজাহান শেখের মেইল আইডিতে নোটিশ পাঠানোর পর সেটাও এড়িয়ে গেলেন শাহজাহান শেখ।

ইডির গোয়েন্দারা সন্দেশখালিতে হানা দেওয়ার পর থেকেই বেপত্তা সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। মাঝে ৩২ দিন কেটে গেলেও তার টিকিরও খোঁজ পাননি ইডি আধিকারিকরা। তৃণমূল নেতাকে হেফাজতে নিতে তার বাড়িকেও নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কোনায় কোনায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। তবুও মিলছেনা শাহজাহানের খোঁজ।

লাগাতার খানা তল্লাশির পরেও শাহজাহানের হদিশ না পেয়ে এবার সোজা সমন পাঠিয়েছিল ইডি। গত মাসে, ২৯ শে জানুয়ারি শাহজাহানের বাড়ির দেওয়ালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ সেঁটে গেছিল তদন্তকারী কর্মকর্তারা। প্রথম নোটিশকে তো উপেক্ষা করেইছিলেন আর এবার দ্বিতীয় নোটিশকেও উপেক্ষা করলেন। কারণ সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে গেলেও তার হাজিরা দেওয়ার কোনও সম্ভাবনা দেখছেনা ইডি কর্তারা।

আরও পড়ুন : জোটের আগেই ঘোঁট! ফের বড় ধাক্কা খেল INDIA, শীঘ্রই NDA-র হাত ধরতে চলেছে এই দল

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বে একবার আদালতে আইনজীবী মারফত নিজের সই করা আবেদনের চিঠি পাঠিয়েছিলেন শাহজাহান। তবে শাহজাহান এখনও অধরা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, শেখ শাহজাহানের এই ঔদ্ধত্যের পর ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে ইডি? ইডি কর্তারা কি ফের সমন পাঠিয়েই ক্ষান্ত থাকবে নাকি কোনও বড় পদক্ষেপ নেবে? প্রশ্ন সবার মনেই।

আরও পড়ুন : ‘আর কিছুই পাবেনা…’, প্রাথমিক মামলায় কাঠগড়ায় ‘ইডি’, তদন্তে সন্দেহ প্রকাশ বিচারপতি সিনহার

sahnak

উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতিতে সন্দেশখালির এই নেতার উপর ইডির নজর অনেকদিনের। ৫ জানুয়ারি ইডি তার বাড়িতে হানা দিতেই সমগ্র গ্রামবাসী মিলে হামলা করে তদন্তকারী কর্মকর্তাদের উপর। সূত্রের খবর, যেহেতু শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে, তাই তিনি হাজিরা দিলেই গ্রেফতার হতে পারেন। সেই কারণেই শাহজাহান বারংবার সমন অগ্রাহ্য করছে বলে খবর। তবে ইডি সূত্রে জানা গেছে, শাহজাহান যদি বারংবার সমন অগ্রাহ্য করে তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে যেতে পারেন গোয়েন্দারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর