মোদীর ডাকে সাড়া দিয়ে বিশেষ ভিডিও শাহরুখের, আপ্লুত উত্তর এল প্রধানমন্ত্রীর তরফে

বাংলাহান্ট ডেস্ক: রবিবার, ২৮ মে দিনটা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের। এদিনই বহু প্রতীক্ষিত নতুন সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নতুন এই সংসদ ভবন নিয়ে অনেক দিন ধরেই চলছিল চর্চা, আলোচনা। অবশেষে রবিবার প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল নতুন সংসদ ভবনের। এই উপলক্ষে বিশেষ টুইট বার্তা এল শাহরুখ খানের (Shahrukh Khan) তরফে।

নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে শনিবার থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল রাজধানীতে। ‘মাই পার্লামেন্ট মাই প্রাইড’ হ্যাশট্যাগ দিয়ে টুইটে ভরেছে সোশ্যাল মিডিয়া। আমজনতা থেকে তারকা সকলেই উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ করছেন নতুন সংসদ ভবন নিয়ে। শনিবার রাতেই একটি বিশেষ টুইট করেন বলিউড বাদশা।

shahrukh 20210325133722

নতুন সংসদ ভবনের একটি ভিডিও টুইট করে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘যারা আমাদের সংবিধানের গৌরবকে তুলে ধরে, এই মহান দেশের প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করে এবং নিজের মানুষদের বৈচিত্র্য রক্ষা করে তাদের জন্য কী অসাধারণ নতুন বাড়ি নরেন্দ্র মোদী জি। নতুন ভারতের জন্য নতুন সংসদ ভবন কিন্তু ভারতের প্রাচীন গৌরবের স্বপ্ন সঙ্গে নিয়ে। জয় হিন্দ’।

সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘মাই পার্লামেন্ট মাই প্রাইড’। অর্থাৎ আমার সংসদ আমার অহংকার। উত্তরও প্রধানমন্ত্রীর তরফে। পালটা টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘সুন্দরভাবে বর্ণনা করা! নতুন সংসদ ভবন গণতান্ত্রিক শক্তি এবং উন্নতির প্রতীক। সংষ্কৃতির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন এটা’।

আসলে গত ২৬ মে একটি ভিডিও টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। নতুন সংসদ ভবনের ভিডিওটিতে কোনো শব্দই ছিল না। প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছিলেন, নিজেরা ভয়েস ওভার দিয়ে ভিডিওটি শেয়ার করতে। তাঁর ডাকে সাড়া দিয়েই ভিডিওতে নিজস্ব ভয়েস ওভার দেন কিং খান। সঙ্গে জুড়ে দেন নিজের ছবি ‘স্বদেশ’ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। শুধু শাহরুখ নন, নতুন সংসদ ভবন নিয়ে টুইট করেছেন অক্ষয় কুমার এবং রজনীকান্তও।

প্রসঙ্গত, নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে সিপিএম, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯ টি বিরোধী দল। এর মাঝেই নতুন সংসদ ভবনের দ্বার উন্মোচন করেছেন প্রধধানমন্ত্রী। দুপুরে দেশবাসীর উদ্দেশে নিজের বক্তব্য রাখতে চলেছেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর