বিরাট কোহলির জন্য বিশেষ পরিকল্পনা প্রস্তুত! এই বাংলাদেশি জব্দ করবে ভারতের চেজ মাস্টারকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দল (Indian Cricket Team) অসাধারণ ছন্দ রয়েছে। আর ভারতীয় দলের পোস্টার বয় বিরাট কোহলিও (Virat Kohli) অনবদ্য ব্যাটিং করছেন। পাকিস্তানের বিরুদ্ধে সেট হওয়ার পরেও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে একবার সুযোগ দিয়েছিল মিচেল মার্শ। তারপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করেছিলেন। আজ বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) তিনি কেমন পারফরম‍্যান্স করেন সেটাই দেখার। কারণ শেষ চার সাক্ষাতে ওডিআই ফরম্যাটে ভারতীয় দল বাংলাদেশের কাছে তিনবার হার মানতে বাধ্য হয়েছে।

যদিও সেই কথা মাথায় থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা কখনোই বিরাট কোহলিকে মাঠের মধ্যে উত্তেজিত করে তোলার চেষ্টা করবে না। এই ব্যাপারটা নিজেই জানিয়ে দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ও অভিজ্ঞ ব‍্যাটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। তিনি বলেছেন, “আমি কখনোই মাঠের মধ্যে বিরাট কোহলিকে বিরক্ত করে উত্তেজিত করার চেষ্টা করি না। আমার বোলার থেকেও আমি সেই কাজটা করতে নিষেধ করি। কারণ তাহলে বিরাট কোহলি ভালো খেলার জন্য আরও মরিয়া হয়ে ওঠে। ওর বিরুদ্ধে স্লেডিং করলে ও নিজের সেরাটা বার করে আনার চেষ্টা করে সব সময় যেটা প্রতিপক্ষের পক্ষে বিপজ্জনক।”

তাহলে বিরাট কোহলিকে কোন অস্ত্রে শান্ত করবে বাংলাদেশ। এই প্রশ্নের জবাবও পাওয়া গিয়েছে পরিসংখ্যান ঘেঁটে। পরিসংখ‍্যান বলছে যে ১১ বারের সাক্ষাতে বিরাট কোহলিকে মোট পাঁচবার আউট করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। সাকিবের স্পিন সামলাতে গিয়ে কোহলিকে সমস্যা করতে হয়েছে এটা বারবার দেখা দিয়েছে। আজও সেই পরিকল্পনাই কাজে লাগানো লক্ষ‍্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু আজ চোটের জন্য তিনি মাঠে নেই। তাই এই দায়িত্ব থাকবে মাহেদী হাসানের ওপর।

bangladesh shakib kohli

তবে সেই কাজটা একেবারেই সহজ হবে না। বাংলাদেশের বিরুদ্ধে শেষ সাক্ষাতে দুর্দান্ত শতরান করেছিলেন কোহলি। আজও সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি। চলতি বিশ্বকাপে দুটি ভালো ইনিংস খেললেও এখনো অধি শতরান আসেনি তার ব্যাট থেকে। রোহিত শর্মা ছাড়া আর কোন ভারতীয় ক্রিকেটেরই এখনো অবধি সেঞ্চুরির দেখা পাননি। আজ কোহলি নিজের সেই আফসোসটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC

এছাড়া বিরাট কোহলি নিজে আরও একটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি যদি আজ ৭৭ রানের একটা ইনিংস খেলতে পারেন তাহলে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত ম্যাচ মিলিয়ে দ্রুততম ২৬,০০০ রান করার রেকর্ড গড়ে ফেলতে পারবেন তিনি। তবে এই রেকর্ডটা বিরাটের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আজকের ম্যাচে না পারলেও এরপর আরও ৩৩ টি ম্যাচে তিনি এই রেকর্ড করার সুযোগ পাবেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর