‘আল্লাহ সংস্কৃত শব্দ” দাবি শঙ্করাচার্যের! বললেন ‘মা দুর্গাকে আহ্বান করতে করা হয় ব্যবহার”

বাংলা হান্ট ডেস্ক : পুরি ধামের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী (Shankaracharya Swami Nischalanand Saraswati) মাঝেমধ্যেই উঠে আসেন সংবাদের শিরোনামে। বিভিন্ন সময় নানা বিতর্কিত মন্তব্য করে থাকেন। এবার তিনি মন্তব্য করলেন ‘আল্লাহ’ শব্দ। তাঁর মতে ‘আল্লাহ’ শব্দটি সংস্কৃত ভাষা থেকেই এসেছে। শুধু তাই নয়, মা দুর্গার সঙ্গে এটি সম্পর্কিত বলেও দাবি করলেন তিনি।

স্বামী নিশ্চলানন্দ সরস্বতী একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন। এর আগে তিনি দাবি করেছিলেন ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র মক্কা-মদিনায় শিবলিঙ্গ রয়েছে। কখনও তিনি দাবি করেছেন ঈশা-মুশা পুরি ধামে এসেছিলেন। এবার তিনি বলে বসলেন ‘আল্লাহ’ শব্দটি নাকি সংস্কৃত ভাষা থেকে সৃষ্টি হয়েছে।

উত্তরপ্রদেশের বারানসির একটি ধর্মীয় জনসভা থেকে এই দাবি করেন নিশ্চলানন্দ সরস্বতী। এদিনের সভা থেকে তিনি সমর্থন জানালেন বাগেশ্বর ধামের পীঠাধিশ্বর পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকেও। পুরিধামের শংকরাচার্য বলেন, ‘ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী খুব ভালো কাজ করছেন। হিন্দুদের বিলুপ্ত হয়ে যাওয়া থেকে রক্ষা করছেন। তিনি তো তো কখনও বলেন নি তিনি চমৎকার করছেন। এ সবই হনুমানজির কৃপা।’

nischalananda 2

সম্প্রতি, জামিয়াৎ উলেমা-এ হিন্দ-এর প্রধান মওলানা সৈয়দ আরশাদ মাদনি দাবি করে ওম এবং আল্লাহ একই শব্দ। এরপরই নিশ্চলানন্দ দাবি করেন ‘আল্লাহ’ শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত ব্যাকরণ থেকে। তিনি আরও বলেন এটি একটি মাতৃশব্দ এবং শক্তিশালী শব্দও।

স্বামী নিশ্চলানন্দ একহাত নেন সেই সমস্ত ব্যক্তিদের যারা রামচরিত মানস এবং চাণক্য নীতি পড়ার বিরোধিতা করেন। তিনি হুংকার দিয়ে বলেন, ‘যদি সাহস থাকে বাইবেল এবং কোরানকে নিয়ে মজা করে দেখাক। ধর্ম এবং রাজনীতি আলাদা নয়। এদেরকে পৃথক করা সম্ভব নয়। ধর্ম ছাড়া রাজনীতির কোনও অস্তিত্ব নেই। ভারত একদিন হিন্দু রাষ্ট্র হবেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর