‘সামনে এলে …’, কবীর সুমনকে চরম হুঁশিয়ারি শঙ্কুদেব পান্ডার

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই কবীর সুমনের বলা অশ্লীল মন্তব্যের জেরে কার্যতই ঝড় উঠেছিল বাংলায়। বাংলা ও বাঙালির এহেন অপমান ভালো চোখে দেখননি কেউই। এবার বাংলা হান্ট আয়োজিত ভাষা দিবসের একটি বিতর্ক অনুষ্ঠানে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল বিজেপি নেতা তথা মুখপাত্র শঙ্কুদেব পান্ডাকে। কবীর সুমনকে ‘দেখে নেব’ বলে হুঁশিয়ারিও দেন তিনি।

এই অনুষ্ঠানে ‘বাঙালি কারা’ এই বিষয়ে কথা বলতে গিয়ে শঙ্কুদেব তুলে আনেন কবীর সুমনের প্রসঙ্গ। এদিন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, ‘বাঙালির মা মাসি চোদ্দ পুরুষ তুলে যিনি নিজেকে বাঙালি প্রমাণ করার চেষ্টা করেন তাকে তোমার কী বাঙালি মনে হয়? কেন তাহলে তোমার আন্দোলন সেখানে গিয়ে থমকে যায়? যেন তখন তোমার চোখে ‘জয় বাংলা’ হয়? কেন সেখানে প্রতিবাদ করতে দেখা যায় না তোমাকে?’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, কেউ শুধুমাত্র বাংলা ভাষা বলতে পারলেই তিনি বাঙালি হতে পারেন। আমি মনে করি বাংলার সংস্কৃতি, বাংলার‍ যে নিজস্বতা সেটাকে যিনি আপন করে নিতে পারেন, আত্মস্থ করে নিতে পারেন তিনিই বাঙালি। সেটাই বর্তমানে বৃহত্তর অর্থে বাঙালিয়ানা। তাই শুধুমাত্র কেউ বাংলায় কথা বলতে পারেন না বলে তাঁকে বাঙালি নয় বলাটা, এই সরলীকরণ ঠিক নয়।’

এরপরই কবীর সুমনের বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন তিনি। ‘তিনি বলেন আমি সেই বাঙালিকে একদম পছন্দ করি না, যিনি বাংলা-বাঙালির এবং বাঙালির ঐতিহ্যের মা-মাসি করেন। ক্ষমতা থাকলে আর একবার আমাদের সামনে এসে করবেন। ইঞ্চিতে ইঞ্চিতে আপনাকে বোঝাব যে বাংলায় দাঁড়িয়ে এসব করা যায় না।’

একই সঙ্গে তৃণমূল আমলে বাংলা ভাষার গুরুত্ব হীনতার অভিযোগ এনেও সরব হন তিনি। তিনি বলেন, বাংলা ভাষাকে সিপিএম যতখানি গুরুত্ব দিয়েছিল, তৃণমূল আমলে ততটাই গুরুত্ব হারিয়েছে বাংলা ভাষা। বর্তমানে ইংরাজি চালু আছে তা ভালো ব্যাপার। কিন্তু শিক্ষাক্ষেত্রে বাংলা প্রাধান্য হারিয়েছে। একটা ভাষার জন্য মানুষ শহিদ হয়েছে। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে। আমার বলতে কোনো বাধা নেই সিপিএমের সময় সরকারি ক্ষেত্রে বাংলার যতটা গুরুত্ব ছিল, তৃণমূল আমলে ততটাই গুরুত্বহীন হয়ে পড়েছে।’

এই প্রসঙ্গে মুখ খোলার জন্য যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েও দেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, ‘দলের মুখপাত্র পদটি কিন্তু গেলেও যেতে পারে’ একথা বলে। এই পদ হারানো প্রসঙ্গে অবশ্য সেভাবে কিছুই প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি দেবাংশুকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভাষা দিবসে বাংলা হান্টের এদিনের এই অনুষ্ঠানের বিতর্কের বিষয়বস্তু ছিল, ‘বাঙালি কারা, যাঁরা বাংলায় থাকেন নাকি যাঁরা বাংলায় কথা বলেন’। এই অনুষ্ঠানে শঙ্কুদেব পান্ডা এবং দেবাংশু ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মদন মিত্র, ঋতব্রত ভট্টাচার্য, কাজি মাসুম আখতার, রাজর্ষি লাহিড়ী, জয় বন্দ্যোপাধ্যায়, অর্চনা মজুমদার প্রমূখ ব্যক্তিত্ব।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর