বুমরার চেয়েও মারাত্মক বোলার পেয়ে গেল BCCI! বিশ্বকাপে রোহিতদের সামনে হাঁটু কাঁপবে বিপক্ষের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) ওডিআই সিরিজে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে না পারা ক্যারিবিয়ানরা যে এতটা বিপাকে ফেলতে পারে ভারতকে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। তাই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়াই কার্যত গোটা সিরিজটা খেলেছে ভারত। প্রথম দুই ম্যাচে রীতিমতো স্ট্রাগল করলেও শেষ ম্যাচে দাপটে জয় পেয়ে সিরিজ জিতে নিয়েছে তারা।

সেই সঙ্গে ভারতের একটা বড় সমস্যার উত্তর হয়তো পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার যশপ্রীত বুমরা বিশ্বকাপের জন্য নিশ্চিত নন। তিনি মাঠে ফিরেছেন ঠিকই, তবে বিশ্বকাপের জন্য তিনি নিজের আগের রূপে ফেরত যেতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। এমন অবস্থায় বিসিসিআই একজন ফাস্ট বোলারের সন্ধান করছে যে সিরাজ এবং শামিকে সঙ্গ দিতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে দুর্দান্ত বোলিং করে শার্দূল ঠাকুর আরও একবার প্রমাণ করলেন যে তিনি এই জায়গাটা নেওয়ার জন্য তৈরি। এই সিরিজে মাত্র ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি। এরপর অনেকেই মনে করছেন বুমরা যদি সময় মত পুরোপুরি নিজের যোগ্যতা প্রমাণ দিতে না পারেন তাহলে হয়তো ভারতের বিশ্বকাপের স্কোয়াডে তাকেই দেখা যাবে।

shardul thakur

শার্দূলের একটি অদ্ভুত ক্ষমতা আছে যা ভারতের অন্য কোনও বোলারের নেই। কোন পরিস্থিতিতেই যেখানে উইকেট তোলা যায় না প্রতিপক্ষের পার্টনারশিপ যখন মারাত্মক হয়ে উঠছে তখন অত্যন্ত একটি সাধারণ বলেও উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন শার্দূল। তিনি এমনটা এতবার করেছেন যে ব্যাপারটি নিতান্তই কাকতালীয় এমনটা আর বলা যায় না।

শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে এই মুহূর্তে শার্দূল ঠাকুরই একমাত্র এমন ভারতীয় বোলার যিনি ২০১৯ ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আজ অবধি ভারতীয় দলের হয়ে ওডিআই ফরম্যাটে ৫০ বেশি উইকেট নিয়েছেন। অর্থাৎ ধারাবাহিকভাবেই উইকেট তুলে চলেছেন তিনি। এরপর বিশ্বকাপের দলে নিজেকে না দেখলে হতাশই হবেন হয়তো শার্দূল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর