ভারত ভাগ করার হুমকি দেওয়া JNU এর ছাত্র শারজিল ইমাম গ্রেফতার! চলবে দেশদ্রোহীতার মামলা

বাংলা হান্ট ডেস্কঃ শাহিনবাগে (Shaheen Bagh) বিক্ষোভ প্রদর্শনে অসমকে ভারতের থেকে কেটে বাদ দিয়ে দেওয়ার হুমকি দেওয়া শারজিল ইমামকে (sharjeel imam) গ্রেফতার করল দিল্লী পুলিশ। শারজিলকে বিহারের জাহানাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পুলিশ মঙ্গলবার সকালে শারজিলের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে পুলিশ শারজিলের ভাই মুজম্মিল ইমামকে গ্রেফতার করেছিল।

উল্লেখ্য, দিল্লী পুলিশ মুম্বাই, পাটনা আর দিল্লীতে শারজিলের খোঁজে তল্লাশি চালায়। দিল্লী পুলিশের আশঙ্কা ছিল সে যদি বিহারের রাস্তা দিয়ে নেপালে চলে যেত, তাহলে তাঁকে ফিরিয়ে আনা মুশকিল হয়ে যেত।

দিল্লী পুলিশ সোমবার জানায় যে, তাঁকে শেষবার ২৫ জানুয়ারি দেখা গেছিল। বিহারের ফুওয়ারি শরিফে একটি বৈঠকে অংশ নিয়েছিল সে। শারজিল শাহিনবাগে প্রদর্শনকারীদের মধ্যে গিয়ে অসম আর পূর্বত্তরের সমস্ত রাজ্য গুলোকে ভারত থেকে ভাগ করে দেওয়ার হুমকি দিয়েছিল। আর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরালও হয়েছিল।

জেএনইউ এর ছাত্র শারজিল ইমামের গ্রেফতারির পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, কাউকে এমন কিছু করা উচিৎ না যেটা দেশ বিরোধী হয়। অভিযোগ আর গ্রেফতারি নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর