RSS-র শস্ত্র পূজায় জন্ম নিয়ন্ত্রণ আইনের দাবি ভাগবতের! ‘কেউ ছাড় পাবে না’ হুংকার সংঘ প্রধানের

বাংলাহান্ট ডেস্ক : প্রতি বছরের মতো আবারও দশহরার দিন শস্ত্র পূজার আয়োজন করে আরএসএস (RSS)। কিন্তু এবারের অস্ত্র পূজার আমেজ একটু ভিন্ন। কারণ এবারই প্রথম বারের জন্য রাষ্ট্রীয় সমাজ সেবক সংঘের শস্ত্র পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক মহিলা। পদ্মশ্রী প্রাপক মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব (Santosh Jadav) এবারের শস্ত্র পূজার প্রধান অতিথি। সন্তোষই প্রথম মহিলা যিনি দুবার এভারেস্ট অভিযান করেছেন। এদিন বক্তৃতায় আরএসএসকে দরাজ গলায় সার্টিফিকেটও দিলেন এই পর্বতারোহী।

এদিন সন্তোষ যাদব বলেন, ‘ আমি গোটা বিশ্বের সমগ্র জাতির কাছে অনুরাগের করতে চাই, আপনারা আসুন। রাষ্ট্রীয় সমাজ সেবক সংঘের কার্যপদ্ধতিকে নিজের চোখে দেখুন। আরএসএস-এর কর্ম পদ্ধতি সবসময়ই মানুষকে উৎসাহ দেয়।’ তিনি আরও বলেন, এই রকম একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। পর্বতআরোহীর প্রশংসা আরএসএস-র সদস্যদেরও যথেষ্ট উদ্বুদ্ধ করেছে বলে জানা যাচ্ছে।

এই অনুষ্টানে বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এদিন তিনি বলেন, ‘শক্তি শুভ এবং বিশ্ব শান্তির আধার। আমরা নারীকে জগৎজননী হসাবে ভাবি। কিন্তু তাঁদেরকে পূজা ঘরেই বন্ধ করে রেখে দেওয়া হয়। মাতৃশক্তিকে জাগিয়ে তোলার কাজ আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে।’ সংঘের অনুষ্ঠানে একজন মহিলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার বিষয়ে মোহন ভাগবত বলেন, ‘সংঘের অনুষ্ঠানে অতিথি সমাজের মহিলাদের উপস্থিত হওয়ার প্রথা বহুদিনের। সংঘের প্রতিটি কাজেই মহিলা পুরুষদের সমান উপস্থিতি থাকে।

সাম্প্রদায়িক হিংসা নিয়েও এদিন সরব হন মোহন ভাগবত। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষ ছড়ানোর কাজ স্বাধীন ভারতেরও পুরোদমে চলছে। এই সমস্ত মানুষরা নিজেরদের স্বার্থের জন্য আমারে কাছে আসে। এদের বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে।’ এদিন সংঘ প্রধান সমাজে ঐক্যের কথাও তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি আরও বলেন, ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে সবাইকে জেগে উঠতে হবে। তিনি দাবি করেন, শিশুদের শুধু চাকরি পাওয়ার জন্য নয়, বরং ভালো সংষ্কার এবং উন্নত মানুষ হওয়ার জন্য শিক্ষা গ্রহন প্রয়োজন।

শস্ত্র পূজার ভাষণে মোহন ভাগবত দেশের জন সংখ্যা নিয়ন্ত্রণের কথাও বলেন। তিনি জানান, দেশে ভারসাম্য রক্ষার জন্য জন বিস্ফোরণ হ্রাস খুবই দরকার। ভারত একটি দেশ হিসাবে কত মানুষকে আশ্রয় দিতে পারে? দেশের সার্বিক উন্নতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ আইন আনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি করেন তিনি। এছাড়া এদিন তিনি শিক্ষা গ্রহণে মাতৃভাষার বিস্তারকেও প্রধান্য দেন। তাঁর মতে মাতৃভাষাই দেশভক্তি জাগিয়ে তোলে। তাই শিক্ষায় মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান মোহন ভাগবত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর