বিমানকে সম্মানহানির জের, শতরূপ ঘোষকে নোটিস ধরালো স্বাধিকার রক্ষা কমিটি

বাংলাহান্ট ডেস্ক : এবার বিপাকে সিপিএম নেতা শতরূপ ঘোষ। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে শোকজ করা হল তাঁকে। তাঁকে এই চিঠি দিয়ে ২৪ মের মধ্যেই জবাব তলব করেছেন বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটির তরফে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

অভিযোগ গতবছর একটি বেসরকারি টিভি শো তে যোগ দেন শতরূপ। সেখানেই তাঁকে স্পিকারের বিরুদ্ধে বেশ কিছু অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। সেই নিয়েই বিধানসভায় অভিযোগ জানিয়েছিলেন বিধানসভার শাসক দকের মুখ্য সচেতক তাপস রায়। সংখ্যাগুরু ভোটেই শতরূপ ঘোষকে করা হয় শোকজ। বেসরকারি ওই টিভি চ্যানেলের সঞ্চালকের কাছেও আনা হয় এই প্রস্তাব।

এর আগেও বহু ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে শতরূপ ঘোষকে। ভোটের ময়দানে শাসকদলের সঙ্গে পেরে না উঠলেও টিভির টক শো বা সাংবাদিক সম্মেলনে কখনই ঘাসফুল শিবিরকে একহাত নিলে ভোলেন না তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তরুণ সিপিএম নেতার বিস্ফোরক মন্তব্যই তাঁর জনপ্রিয়তার অন্যতম কারণ।

কিন্তু এবার খানিক বিপাকেই পড়লেন শতরূপ। বিধানসভার স্পিকারের অবমাননা যে সহ্য করবে না বিধানসভা তা স্পষ্ট করে জবাবদিহি চাওয়া হল সিপিএম নেতার কাছে। যদিও এই ইস্যুতে কোনওরকম।প্রতিক্রিয়াই পাওয়া যায়নি শতরূপ ঘোষ বা সিপিএমের তরফে। নিজের মন্তব্যের কী সাফাই দেন শতরূপ, সেটাই এখন দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর