গান্ধী-নেহেরু পরিবারের মেয়েদের সঙ্গে এমন হলে সাধারণ মানুষের কী হবে? মোদীকে বার্তা শত্রুঘ্নর

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের লখনউতে প্রাক্তন আইপিএস অফিসার দাড়াপুরির গ্রেফতারের পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে শনিবার পুলিশের হেনস্থার মুখে পড়েন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। প্রথমে মোটর সাইকেলে তারপর দীর্ঘক্ষণ হেঁটে তবে প্রাক্তন আইপিএসের বাড়িতে পৌঁছাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে কংগ্রেস নেত্রীকে।

জানা গিয়েছে ১০৯০ পয়েন্টের কাছে গিয়ে পুলশি কংগ্রেস নেত্রীদের বাধা দেয়। বাধা দেওয়ার কারণ জানতে চাইলেও তাঁদের সদুত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী। একইসঙ্গে তাঁকে নিগ্রহ করা হয়েছে ও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা গান্ধী। এবার প্রিয়াঙ্কা গান্ধীর  হেনস্থার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।QT Priyanka Gandhi 2

এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠালেন তিনি। মোদীকে স্যার সম্বোধন করে এভাবে ড্যামেজ কন্ট্রোল হয় না বলে জানালেন তিনি। তরপর ট্যুইটারে তিনি লেখেন, যদি নেহেরু বা গান্ধী পরিবারের মেয়েদের এমন অবস্থা হয় সেক্ষেত্রে দেশের সাধারণ মানুষের কি হবে তা ভেবে তিনি অত্যন্ত শঙ্কিত বলে জানান। পাশাপাশি, তিনি আরও বলেন নিজের নিরাপত্তা বাড়িয়ে গান্ধী পরিবারের সদস্যদের এসপিজি কমিয়ে দিয়ে তাঁদের সঙ্গে লজ্জাজনক ব্যবহার করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পুলিশ, এমনটাও অভিযোগ তোলেন তিনি।

শনিবার লখনউ -এর দারাপুরীর বাড়িতে যাওয়ার পথে মোট তিনবার তাঁদের রাস্তা আটকে দেওয়া হয় বলে অভিযোগ তোলের প্রিয়ঙ্কা গান্ধী। প্রথমে তাঁদের কনভয় আটকে স্কুটারে যেতে বাধ্য করা হয়। এরপর দু কিমি যেতে না যেতেই তাঁদের পুলিশ আবারও রাস্তা আটকে রীতিমতো হেনস্থা করে বলে অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার হেনস্থার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসকর্মী সমর্থক ও নেতা নেত্রীরা।

সম্পর্কিত খবর