ওষুধ-আসবাবের পর এবার কোমড! ‘হামি ২’ এর টিজারে নতুন কাণ্ডকারখানা নিয়ে হাজির লাল্টু

বাংলাহান্ট ডেস্ক: নাম এক, পদবী আর পেশা পরিবর্তনশীল। প্রথমে লাল্টু দত্ত, তারপর লাল্টু বিশ্বাস আর এখন মণ্ডল। ‘হামি ২’ তে (Haami 2) লাল্টু মণ্ডল কমোড বিক্রেতা। ক্রেতাদের রীতিমতো কমোডে বসিয়ে তিনি বাহ‍্যকর্ম নিয়ে জ্ঞান বিতরণ করেন। লাল্টু বাবু কোনোবারই চমক দিতে ছাড়েন না।

শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনায় ‘হামি’ ছবিটি দর্শকদের মন জিতে নিয়েছিল। পাশপাশি বক্স অফিসেও দারুন ব‍্যবসা করে সুপারহিট হয়েছিল ‘হামি’। ‘রামধনু’র পর আবার ওই ছবিতেই দেখা গিয়েছিল লাল্টু মিতালির সংসার। বাবা মায়ের মজার কাণ্ডকারখানা আর সঙ্গে এক খুদের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি হয়েছিল রামধনু এবং হামি। এবার পালা হামি ২ এর।

   

Haami 2
রামধনু ছবিতে শিবপ্রসাদ, গার্গী রায়চৌধুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল রচনা বন্দ‍্যোপাধ‍্যায়কেও। সে ছবিতে লাল্টু বাবুর পদবী ছিল দত্ত। পেশায় ছিলেন এক ওষুধের দোকানের মালিক। হামিতে আবার পদবী, পেশা বদলে যায় লাল্টুর। লাল্টু বিশ্বাস আর তার আসবাবের দোকানের কথা কেই বা ভুলতে পেরেছেন।

লাল্টু চরিত্রটি প্রতিবারই দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ‍্যায়। হামি ২ এর কয়েক সেকেন্ডের টিজারে তাই ফের লাল্টু বাবুকে পেয়ে মন খুশ দর্শকদের। তবে হামির অনেকেই সিক‍্যুয়েল ছবিতে থাকলেও দেখা যাবে না ‘ভুটু ভাইজান’কে। হামির প্রাণভোমরা ছিল ভুটু ভাইজান ওরফে বোধিসত্ত্ব বিশ্বাস।

ছোট্ট ব্রত বন্দ‍্যোপাধ‍্যায়কে দেখা গিয়েছিল এই চরিত্রে। কিন্তু হামি ২ তে বেশ কিছু নতুন বিষয়ের মতো ব্রতও বাদ পড়েছে। বরং তার জায়গায় দেখা যাবে তিন তিনজন খুদেকে‌, চিনু, ভেঁপু এবং রুকসানা। ইতিমধ‍্যেই তিন খুদে তারকাকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন শিবপ্রসাদ নন্দিতা। তিন খুদে অভিনেতা অভিনেত্রীর ভূমিকায় থাকছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা এবং আরিত্রিকা চৌধুরী। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে হামি ২।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর