‘এটা আবার কেমন পসুরি’! অরিজিতের রিমেক শুনে ভারতকে খোঁচা প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের

বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় লাগাতার চর্চায় ‘পসুরি নু’ (Pasoori Nu)। ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে ব্যবহৃত গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh) এবং তুলসী কুমার। সমস্যা হচ্ছে এই গানটি পাকিস্তানি হিট গান ‘পসুরি’র বলিউড রিমেক, যা আজও গোটা বিশ্বে জনপ্রিয়। প্রিয় গানের রিমেক মেনে নিতে পারছেন না অধিকাংশ মানুষ, এমনকি অরিজিতের কণ্ঠও সমালোচনার হাত থেকে বাঁচাতে পারেনি ‘পসুরি নু’কে।

শুধু আমজনতা নয়, তারকাদের মধ্যে অনেকেও প্রতিক্রিয়া দিয়েছেন রিমেক বিতর্কে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar)। টুইটে কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘এটা কী ধরণের পসুরি?’ শোয়েবের সুরে সুর মিলিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তানি নেটিজেনরাও।

arijit singh

পাকিস্তানি কোক স্টুডিওর ‘পসুরি’ ভারতে জনপ্রিয় হয় গত বছরের মাঝামাঝি সময়ে। প্রতিবেশী দেশের সঙ্গে চরম বৈরিতা থাকলেও সুরই মিলিয়ে দিয়েছিল দুই মুলুককে। এ দেশে ব্যাপক জনপ্রিয় হয়েছিল পসুরি। বছর ঘুরে গেলেও অনেকেরই প্লেলিস্টে পসুরি এখনো প্রিয় গান হিসেবে রয়েছে।

এত তাড়াতাড়ি সুপারহিট গানের রিমেক এসে যাওয়ায় তাই ক্ষুব্ধ শ্রোতারা। বিশেষ করে অতীতেও বহু জনপ্রিয় পুরনো গানের জঘন্য রিমেক বানিয়ে কুখ্যাত টি সিরিজ পসুরি বিতর্কের নেপথ্যেও থাকায় আরোই রেগে রয়েছেন সকলে।

shoaib

বিতর্কের মুখে পড়েছেন খোদ অরিজিৎও। অনেকে প্রশ্ন করেছেন তাঁর মতো গায়ক পসুরির রিমেক গাইতে রাজি হলেন কেন? উত্তরে অরিজিৎ বলেন, ‘নির্মাতারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ওরা দুঃস্থ শিশুদের জন্য একটি স্কুলে বার্ষিক অর্থ সাহায্য করবেন। একটু গালিগালাজ খেলে যদি স্কুলটা হয়ে যায় তাতে তো ক্ষতি নেই’।

অরিজিতের এই মন্তব্য তাঁর প্রতি শ্রদ্ধা আরো বাড়িয়েছে মানুষের। অনেকের মতে, অরিজিৎ গেয়েছেন বলেই রিমেক গানটি তাও শোনার পর্যায়ে রয়েছে। কিন্তু তবুও আসল এবং রিমেকের মধ্যে তুলনা টেনে বিতর্ক অব্যাহত রয়েছে এখনো।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর